Advertisment

মুনমুন সেনের সম্পত্তি কত, দেখে নিন

কলকাতার অভিজাত এলাকায় কতগুলি ফ্ল্যাট রয়েছে সুচিত্রা লেনের মেয়ের? ব্যাঙ্কে রয়েছে মোট কত কোটি টাকা? হলফনামায় বিশদে লিখলেন আসানসোলের তৃণমূল প্রার্থী

author-image
IE Bangla Web Desk
New Update
suchitra sen, moonmoon sen, loksabha election 2019, সুচিত্রা সেন, মুনমুন সেন, লোকসভা ভোট ২০১৯

সুচিত্রা সেন ও মুনমুন সেন।ছবি: টুইটার।

২০১৪ সালে জিতেছিলেন বাঁকুড়া কেন্দ্র থেকে। এবার তিনি আসানসোলের তৃণমূল প্রার্থী। উল্টোদিকে হেভিওয়েট বিজেপি প্রার্থী, বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়। লড়াইটা কঠিন, তার উপর প্রয়াত মায়ের নামে ভোটভিক্ষা করায় ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন মুনমুন সেন। শেষ পর্যন্ত কি জিততে পারবেন সুচিত্রাকন্যা? সে উত্তর পাওয়া যাবে ২৩ মে। তার আগে দেখে নিন নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় ঠিক কী লিখেছেন মুনমুন।

Advertisment

নাম- শ্রীমতী দেববর্মা (মুনমুন সেন)

হাতে নগদ- ৩ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা।

ব্যাঙ্কে রয়েছে- ২১ কোটি ৬৭ লক্ষ ৩ হাজার ২০১ টাকা। স্বামীর কাছে রয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৯ হাজার ৮৯০ টাকা।

বিনিয়োগ- মোট ১ কোটি ৫০ লক্ষ ৫৯ হাজার ১৪৭ টাকার।

গাড়ি- মুনমুনের নিজের কোনও গাড়ি নেই। স্বামীর একটি টয়োটা রয়েছে, মূল্য ৯ লক্ষ টাকা।

গয়না- সোনা ১৩৫২ গ্রাম, মূল্য ৪২ লক্ষ টাকা। হীরে ৭০ সেন্ট, মূল্য ৪ লক্ষ ৬০ হাজার টাকা।

বাড়ি- বালিগঞ্জ সার্কুলার রোডে তিনটি ফ্ল্যাট, প্রতিটি ২৭৯১ স্কোয়্যার ফুটের, বর্তমানে বাজার মূল্য প্রতিটির ১ কোটি ৬৪ লক্ষ ৮০ হাজার টাকা। রুইয়া পার্কে স্বামীর একটি ফ্ল্যাট আছে, বাজারমূল্য ১৫ লক্ষ টাকা।

শিক্ষাগত যোগ্যতা- ১৯৭৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এম এ পাশ করেন।

tmc election commission asansol
Advertisment