Advertisment

"রাহুল গান্ধী হলেন নালার পোকা": কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে

বিহারের সাসারামে এক অনুষ্ঠান চলাকালীন কংগ্রেস প্রধানের উদ্দেশে এই মন্তব্য করেন চৌবে। গত মাসেই ইনি একবার রাহুল কে আক্রমণ করেছিলেন 'বহুরূপী' বলে।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

"মোদী আকাশের মতো বড়, আর রাহুল গান্ধী নালার পোকা," বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। হ্যাঁ, প্রথমবার নয় অবশ্যই। প্রায়ই এরকম বলে থাকেন প্রতিমন্ত্রী চৌবে। এর আগে প্রাক্তন কংগ্রেস প্রধান সনিয়া গান্ধীকে কী বলেছিলেন মনে নেই? পুতনা রাক্ষসী! সনিয়া পুত্রকে বলেছিলেন "টিয়াপাখি - শেখানো বুলি আওড়ে বেড়ায়"। সেই ট্র্যাডিশন সমানেই চলছে।

Advertisment

বিহারের সাসারামে এক অনুষ্ঠান চলাকালীন কংগ্রেস প্রধানের উদ্দেশে এই মন্তব্য করেন চৌবে।  গত মাসেই ইনি একবার রাহুল কে আক্রমণ করেছিলেন 'বহুরূপী' বলে। ভারতের কংগ্রেস পার্টির কফিনে শেষ পেরেকটা যে রাহুলই পুঁতবেন, সে বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছেন চৌবে। ফ্রান্সের সঙ্গে রাফালে ফাইটার জেট চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী বলেছিলেন কংগ্রেস সভাপতি। সেই প্রসঙ্গে চৌবে সাংবাদিকদের বলেন, "কংগ্রেস সভাপতির মাথা খারাপ, তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করা দরকার। গণতন্ত্রে এঁদের মতো মানুষের কোনও জায়গাই নেই।"

আরও পড়ুন, রাহুলের কৈলাস মানস যাত্রা নিয়ে মৌখিক যুদ্ধ তুঙ্গে, কংগ্রেস সভাপতিকে ‘চাইনিজ গান্ধী’ আখ্যা বিজেপি-র

এবারএবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর তুলনা করে চৌবে বলেন, "মোদী আকাশের মতো বড় মনের, আর রাহুল গান্ধী নালার কীট।" সনিয়া-পুত্র ছাড়া আরও এক বিরোধী নেতাকে শনিবার আক্রমণ করেন অশ্বিনী কুমার। তিনি আর কেউ নন, রাষ্ট্রিয় জনতা দল প্রধান এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জড়িত থাকার প্রসঙ্গে চৌবের মন্তব্য, "জেলই ওর ঠিকানা হওয়া উচিত। বিহারের মানুষকে লুঠ করে ছেড়েছে।"

rahul gandhi narendra modi
Advertisment