‘‘ভারতমাতাকি জয় বলে চিৎকার করলেই জাতীয়তাবাদী হওয়া যায় না": ভেঙ্কাইয়া নাইডু

দেশের গণতন্ত্রকে জোরদার করতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও এই দিন সোচ্চার হন উপরাষ্ট্রপতি। তিনি বলেন, "সংসদের ধ্বংসাত্মক কাজ ছেড়ে গঠনমূলক কাজে মন দেওয়া উচিত মিডিয়ার"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উপরাষ্ট্রপতির বই প্রকাশ অনুষ্ঠান

"আইন সভার ভেতরে এবং বাইরে সাংবিধানিক পদাধিকারীদের জন্য আচরণবিধি থাকা উচিত", রবিবার নিজের বই প্রকাশের আনুষ্ঠানিক মঞ্চে বললেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন সাধারণ মানুষের যাতে রাজনৈতিক ব্যবস্থা থেকে আস্থা না উঠে যায়, তার জন্য দেশের সাংসদ এবং বিধায়কদের একটি আচরণবিধি মেনে চলা উচিত।

Advertisment

রবিবার ছিল ভেঙ্কাইয়া নাইডুর বই 'মুভিং অন, মুভিং ফরওয়ার্ড'-এর আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলিসহ অনেক নেতাই।

আরও পড়ুন, শৃঙ্খলাকে স্বৈরতন্ত্র নামে ডাকা হচ্ছে: নরেন্দ্র মোদী

লোকসভার বর্তমান বিশৃঙ্খলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাইডু বলেন, "ভারতীয় সংসদে এবং বিধানসভায় কিছু সংস্কার প্রয়োজন। তাছাড়া কোনও সাংসদ এবং বিধায়ক দল ছাড়তে চাইলে আগে লোকসভা অথবা বিধানসভা থেকে বরখাস্ত দেওয়া উচিত। তিন মাসের মধ্যে দলত্যাগ বিরোধী আইন বলবৎ হওয়া দরকার। কোনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ উঠলে শীর্ষ এবং উচ্চ আদালত দ্বারা গঠিত স্পেশাল বেঞ্চের এই ব্যাপারে পদক্ষেপ করা উচিত"। সব রাজ্যে উচ্চতর কক্ষের উপস্থিতি নিয়ে সারা দেশে অভিন্ন নীতি চালু করার কথাও বলেন নাইডু।

Advertisment

দেশের গণতন্ত্রকে জোরদার করতে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও এদিন সোচ্চার হন উপরাষ্ট্রপতি। তাঁর ভাষণে তিনি সংবাদমাধ্যমকে গণতন্ত্রের সংস্কৃতিকে শক্তিশালী করার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেছেন নাইডু।

ভারতের রাজনৈতিক দলগুলির প্রতি নাইডুর বার্তা, "পক্ষপাতদুষ্ট না হয়ে নারী ক্ষমতায়নের দিকে মন দিন"।

অসহিষ্ণুতা প্রসঙ্গে কথা উঠলে নাইডু বলেন, "ভারতমাতার ছবি নিয়ে ভারত মাতা কি জয় বললেই জাতীয়তাবাদী হওয়া যায় না। জাত  ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সব মানুষকে সমান ভাবে দেখতে হবে"।

bjp