শপথ নিলেন কমল নাথ, কথা রাখলেন রাহুল গান্ধী

১১ ডিসেম্বর ফলাফল প্রকাশের পরই রাহুল এ কথা বলেছিলেন। এদিন সেই অনুযায়ী কাজ করল মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। আর এরপরই প্রতিশ্রুতি পূরণের কথা টুইট করে জানিয়েছেন রাগা।

১১ ডিসেম্বর ফলাফল প্রকাশের পরই রাহুল এ কথা বলেছিলেন। এদিন সেই অনুযায়ী কাজ করল মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। আর এরপরই প্রতিশ্রুতি পূরণের কথা টুইট করে জানিয়েছেন রাগা।

author-image
IE Bangla Web Desk
New Update
kamal nath, কমল নাথ

কমল নাথ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েই রাজ্যের কৃষকদের স্বল্প সময়ের ঋণ মুকুবের নির্দেশ দিলেন কমলনাথ। সে রাজ্যের কৃষি দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ রাজোরার কথা অনুযায়ী, ২০১৮ সালের ৩১ মার্চের আগে অর্থাৎ চলতি অর্থবর্ষ শুরুর আগে পর্যন্ত মধ্যপ্রদেশের যেসব কৃষক কেন্দ্রীয় বা সমবায় প্রকল্প থেকে ঋণ নিয়েছেন, তাঁরা এই মুকুবের সিদ্ধান্তের সুবিধা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসর প্রধান প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষিঋণ মুকুব করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণের পথেই হাঁটল নব নির্বাচিত কংগ্রেস সরকার।

Advertisment

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে জয়লাভের পরই রাহুল গান্ধী জানিয়েছিলেন, এই তিন রাজ্যের কৃষকদের কৃষিঋণ মুকুব করে দেওয়া হবে। ১১ ডিসেম্বর ফলাফল প্রকাশের পরই রাহুল এ কথা বলেছিলেন। এদিন সেই অনুযায়ী কাজ করল মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। আর এরপরই প্রতিশ্রুতি পূরণের কথা টুইট করে জানিয়েছেন রাগা।

আরও পড়ুন- তিন রাজ্যে শপথ গ্রহণ, কমল নাথকে ঘিরে অশান্তি

Advertisment

উল্লেখ্য, সোমবারই মধ্যপ্রদেশের ১৮তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বাহাত্তর বছর বয়সী কমল নাথ। নয় বারের লোকসভার এই সাংসদকেই রাজ্যে কংগ্রেস দলের পরিষদীয় নেতা নির্বাচন করেছেন সভাপতি রাহুল গান্ধী। এদিন, কমল নাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী, মনমোহন সিং-সহ বেশ কয়েকজন বিরোধী নেতা।

Read the full story in English

rahul gandhi