/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Nishikant-Dubey.jpg)
বাম দিক থেকে বিএসপি সাংসদ দানিশ আলি, বিজেপি সাংসদ রমেশ বিধুরি ও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। (ফাইল)
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে এবার তোপ দাগলেন বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলি। বিজেপি নেতা নিশিকান্ত দুবে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন যে, বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে উসকে দিয়েছিলেন বিএসপি সাংসদ দানিশ আলি। তিনি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই উসকানির জেরেই রমেশ বিধুরি ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর, দানিশ আলিকে লক্ষ্য করে নানা বিতর্কিত মন্তব্য করেন।
आज भाजपा के कुछ नेता एक नैरेटिव चलाने का प्रयास कर रहे हैं कि संसद में मैंने श्री रमेश बिदूरी को भड़कया, जबकि सच्चाई यह है कि मैंने प्रधानमंत्री पद की गरिमा को बचाने का काम किया और सभापति जी को मोदी जी से संबंधित घोर आपत्तिजनक शब्दों को सदन की कार्रवाई से हटाने की माँग की थी। pic.twitter.com/s5u0Ptb0Ou
— Kunwar Danish Ali (@KDanishAli) September 23, 2023
নিশিকান্ত দুবের এই অভিযোগ সামনে আসার পরই রবিবার তাঁকে একহাত নেন দানিশ আলি। তিনি অভিযোগ করেছেন যে বিজেপি সাংসদ বিধুরি তাঁকে লোকসভায় বিতর্কের সময় আপত্তিকর মন্তব্য করে কার্যত সভার ভিতরেই প্রহার করেছেন। এবার সংসদের বাইরে তাঁকে প্রহার করার জন্য ছক কষছেন অপর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
শুধু এই পালটা অভিযোগ তোলাই নয়। বিএসপি সাংসদ দানিশ আলি তাঁর বিরুদ্ধে তোলা নিশিকান্ত দুবের অভিযোগগুলিকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগগুলি সত্য করে দেখানোর জন্য মিথ্যার পুনরাবৃত্তি করা, বিজেপি-আরএসএসের কৌশলের অংশ। দানিশ আলি অভিযোগ বলেন, 'আমি স্পিকারকে এই ভিত্তিহীন অভিযোগের তদন্ত করার জন্য অনুরোধ করব। এই ভিত্তিহীন অভিযোগ করায় নিশিকান্ত দুবের বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলাও করা হবে।'
BSP MP Danish Ali writes to Lok Sabha Speaker Om Birla, seeking issue of BJP MP Ramesh Bidhuri's use of objectionable language to be referred to privileges committee. pic.twitter.com/RY0rzdD80s
— Press Trust of India (@PTI_News) September 22, 2023
লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা নিশিকান্ত দুবের অভিযোগপত্র সম্পর্কে রবিবার দানিশ আলি বলেন, 'আমি নিশিকান্ত দুবের চিঠি দেখেছি। আমাকে সংসদের মধ্যে মৌখিকভাবে প্রহার করা হয়েছে। এবার সংসদের বাইরে প্রহারের জন্য ছক তৈরি করা হচ্ছে।' এর আগে বৃহস্পতিবার রমেশ বিধুরির বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে ইতিমধ্যেই নোটিস দিয়েছে বিজেপি। নোটিসে জানতে চাওয়া হয়েছে, কেন তিনি ওই মন্তব্য করেছেন?
আরও পড়ুন- কর্নাটক থেকে অনেক কিছু শিখেছেন, বিরাট ভবিষ্যদ্বাণী রাহুলের!
সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করেছে বিজেপি। বিরোধিতা থাকলেও বিলের পক্ষেই প্রায় সব ভোট পড়েছে। বিরোধী দলের সাংসদরাও বিলের পক্ষেই ভোট দিয়েছেন। সবক্ষেত্রে বাধা সৃষ্টি করেন যে বিরোধীরা, তাঁদেরকেও সঙ্গে আসতে বাধ্য করে যে সাফল্যের পরিচয় মোদী সরকার দিয়েছে, তার কৃতিত্ব চাপা পড়ে গিয়েছে বিধুরির মন্তব্যের জেরে। হাতে অস্ত্র পেয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। আর, সেই কারণেই বিধুরিকে নোটিস দিয়েছে বিজেপি।