/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ie-yadav-bhopal-3col.jpg)
বৃহস্পতিবার বৈঠকে সাংসদ সিএম মোহন যাদব। পিটিআই
মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই যোগী মডেলকেই হাতিয়ার করল বিজেপি সরকার। দলীয় কর্মীকে আক্রমণের জবাবে অভিযুক্ত তিনজনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার মাত্র ২৪ ঘন্টা পার হতেই ধর্মীয় সমাবেশে এবং সর্বজনীন স্থানে লাউডস্পিকার নিষিদ্ধ করার আদেশ জারি করার মাত্র একদিন পরে প্রকাশ্যে "মাংস, মাছ, বিক্রি বন্ধের জন্য জোরদার প্রচার চালাচ্ছে মধ্যপ্রদেশ সরকার। মিডিয়া রিপোর্ট অনুসারে বৃহস্পতিবার প্রকাশ্যে মাংস বিক্রির অপরাধে ১০টি মাংসের দোকান ভেঙে দেওয়া হয়।
এবার আরও একধাপ এগিয়ে যোগী মডেল প্রয়োগ করল মধ্যপ্রদেশ সরকার। বিজেপি নেতার ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ফারুক ছাড়াও আসলাম, শাহরুখ, বিলাল ও সমীর নামে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রী হওয়ার দ্বিতীয় দিনেই ভোপালে বুলডোজার অভিযান শুরু। মধ্যপ্রদেশেও এবার কার্যকর করা হয়েছে যোগী মডেল। বুলডোজার দিয়ে অপরাধীর অবৈধ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন। ভোপালেই এই অভিযান চালানো হয়েছে। কিছুদিন আগে রাজধানী ভোপালে ফারুক রায়েন নামে এক কংগ্রেস নেতা বিজেপি কর্মী দেবেন্দ্র ঠাকুরের ওপর মারাত্মক হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে দেবেন্দ্র ঠাকুরের হাতের তালু কেটে ফেলা হয় বলে অভিযোগ। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিত্রে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন : < Premium: বছরের পর বছর কলকাতার সময় রক্ষা করে যাচ্ছেন ঘড়িবাবু >
নতুন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব মধ্যপ্রদেশের ১৯ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিনই ভোপালে বুলডোজার অভিযান শুরু করে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকদের মতে, অভিযুক্তরা পুরসভার জমি দখল করে বাড়ি তৈরি করেছিল। কর্পোরেশনের নিয়মও লঙ্ঘন করা হয়েছে। এ কারণে তার বাড়িতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
বিজেপি মিডিয়া ইনচার্জ ডঃ আশিস আগরওয়াল বলেছেন যে ভোপালের কেন্দ্রীয় বিধানসভায় বিজেপি কর্মীর উপর মারাত্মক হামলাকারী অপরাধীদের বাড়িতে একটি বুলডোজার চালানো হয়েছে। এই বিজেপি সরকার জনসাধারণ ও কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বুলডোজার অভিযানের মাধ্যমে রাজ্যে অপরাধীদের বাড়িই ধ্বংস হবে না, তাদের সাহস ও মনোবলও ধ্বংস হবে।