MP income tax raid: বিজেপি নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৫০ কোটির বেশি নগদ। কেজি কেজি সোনা, বেশ কয়েকটি বিদেশি গাড়ি। পাশাপাশি বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে তিনটি প্রকাণ্ড হিংস্র কুমির। সব দেখে শুনে রীতিমত চোখ কপালে আয়কর দফতরের আধিকারিকদের। মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিংহ রাঠৌর এবং তাঁর বিজনেস পার্টনার কেশরওয়ানির বাড়িতে তল্লাশি চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। দিন কয়েকের টানা তল্লাশিতে উদ্ধার হয়েছে টাকার পাহাড়।
প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর বিভাগ হানা। তল্লাশি চালিয়ে দেড়শো কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগের আধিকারিকরা। সেই সঙ্গে বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি কুমির। মধ্যপ্রদেশের সাগর জেলার বিড়ি ব্যবসায়ী তথা এলাকার দাপুটে বিজেপি নেতা হরবংশ সিং রাঠোর ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তার বাবা হারনাম সিং রাঠোর মধ্যপ্রদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন। দাপুটে বিজেপি নেতার দূর্নীতি প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির।
আয়কর বিভাগ সূত্রে খবর মধ্যপ্রদেশে প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দিয়ে কয়েক কেজি সোনা, কোটি কোটি টাকা নগদ এবং বিদেশি গাড়ি ছাড়াও প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিং রাঠোরের বাড়ি থেকে মিলেছে তিনটি প্রকাণ্ড কুমির। ঠিক কী কারণে কুমিরগুলি বাড়ির পুকুরে রাখা হয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। ইতিমধ্যে কুমির তিনটি বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোটি টাকার কর ফাঁকির অভিযোগে রবিবার থেকে সাগরের বিজেপির প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন বিজেপি কাউন্সিলর রাজেশ কেশরওয়ানির বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। কর্মকর্তারা বলেছেন যে অভিযানে ১৫৫ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর বিড়ির ব্যবসা ছাড়াও তিনি নির্মাণ ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। আয়কর দফতর বাজেয়াপ্ত গাড়িগুলির বিষয়ে পরিবহণ দফতর থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে। সাগর জেলার ব্যবসায়ী এবং বিজেপি নেতা হরবংশ সিং রাঠোর ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তার বাবা হারনাম সিং রাঠোর মধ্যপ্রদেশ সরকারের একজন মন্ত্রী ছিলেন।