Advertisment

পদ্ম ছেড়ে রাহুলের হাতে হাত প্রাক্তন বিজেপি সাংসদ সাবিত্রী ফুলের

মন্দির এবং মূর্তি তৈরিতে টাকা নয়ছয় করছে এবং বিভাজনের রাজনীতি করছে বিজেপি, এই অভিযোগ করে পদ্ম শিবির থেকে বেরিয়ে আসেন সাবিত্রী ফুলে।

author-image
IE Bangla Web Desk
New Update
savitri phule

লোকসভার মুখে বড় ধাক্কা খেল উত্তরপ্রদেশের বিজেপি। মোদীর দল ছেড়ে শনিবার কংগ্রেসে যোগ দিলেন বাহরাইচের সাংসদ সাবিত্রী বাই ফুলে। এই দলিত নেত্রীর হাতে দলের পতাকা তুলে দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদরা।

Advertisment

পূর্ব উত্তরপ্রদেশ কেন্দ্র থেকে নির্বাচনে লড়া দলিত নেত্রী সাবিত্রী গত ডিসেম্বরেই বিজেপি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। মন্দির এবং মূর্তি তৈরিতে টাকা নয়ছয় করছে এবং বিভাজনের রাজনীতি করছে বিজেপি, এই অভিযোগ করে পদ্ম শিবির থেকে বেরিয়ে আসেন সাবিত্রী ফুলে। তাঁকে কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও।

একই দিনে প্রাক্তন সাংসদ এবং সমাজবাদী পার্টির নেতা রাকেশ সাচানও যোগ দিলেন কংগ্রেসে।

বিজেপি থেকে বিগত কয়েক মাসে একাধিক নেতা কংগ্রেসে যোগ দেওয়ায় কংগ্রেসের তৃণমূল স্তরে উত্তরপ্রদেশের দলিতনেতার ভিত বেশ মজবুত হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন, ‘পাঁচ মিনিটের জন্যও প্রচারের আলো ছাড়তে পারেন না মোদী’

কংগ্রেসে যোগ দিয়ে সানডে এক্সপ্রেসকে ফুলে জানিয়েছেন, "আমি বাবা ভীম রাও আম্বেদকরের তৈরি সংবিধানের জোরেই সাংসদ হয়েছিলাম। কিন্তু বিজেপির শাসনে এই সংবিধান এখন বিপন্ন। বিজেপি সংরক্ষণ তুলে নিতে চায়। আমি বিশ্বাস করি, জাতীয় স্তরে বিজেপিকে টক্কর দিতে পারে একমাত্র কংগ্রেসই। তাই কংগ্রেসেই যোগ দিলাম"।

"দলিত বিরোধী এবং পিছিয়ে পড়া শ্রেণি বিরোধী নীতির জন্যই বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে মানুষ", জানালেন ফুলে।

Read the full story in English

General Election 2019
Advertisment