Advertisment

'মুকুল রায় বেইমান-গদ্দার-মিরজাফর', তীব্র কটাক্ষ গেরুয়া নেতৃত্বের

বিজেপিকে বড় ধাক্কা দিয়ে এবার তৃণমূলে ফিরছেন মুকুল রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mukul Roy is a traitor says arjun sing

মুকুলকে নিশানা করলেন গেরুয়া নেতৃত্ব।

বিজেপিকে বড় ধাক্কা দিয়ে এবার তৃণমূলে ফিরছেন মুকুল রায়। ঘোষণার আগে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই খূবর জানাজানি হতেই মুকুলকে নিশানা করলেন গেরুয়া নেতৃত্ব। কড়া ভাষায় তোপ দাগলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

Advertisment

কী বলেছেন অর্জুন সিং?

বার বার দল বূদলের ফলে মুকুল রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন গেরুয়া সাংসদ। অর্জুন সিংয়ের দাবি, 'মুকুল রায় তৃণমূলে যাওয়ায় পদ্মফুলের মান-সম্মান আরও বাড়ল।' তাঁর দাবি, 'বিজেপিতে কেউ ওঁকে বিশ্বাস করত না। শুধু কিছু মানুষ বিশ্বাস করে তাঁকে পদ দিয়েছিল। মুকুল রায় যে গদ্দার-বেইমান।'

এ দিন ক্ষোভের সুরে অর্জুন সিং বলেন, 'আমি সবসময় বলতাম এই লোকটা দলের ক্ষতি করবে। কিন্তু তখন কেউ শোনেননি। উনি স্বার্থপর। চলে গেছেন ভালই হয়েছে। দলের এতে কোনও ক্ষতি হবে না।' মুকুলের বিজেপি ত্যাগের বিষয়টি স্পষ্ট হতেই এ দিন দিল্লিতে জরুরি বৈঠক করেছেন অর্জুন সিং ও সৌমিত্র খাঁ। পরে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র বলেছেন, 'মীরজাফররা দল থেকে চলে গিয়ে ভালই হচ্ছে।'

আরও পড়ুন- Mukul Roy: তৃণমূল ভবনে মুকুল-মমতা, একটু পরেই যোগদান

মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'জল্পনা-কল্পনায় কান দেওয়ার সময় নেই।' তারপরই দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, মুকুল রায় তো তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছে, তাহলে কী আর জল্পনা-কল্পনার অবকাশ রয়েছে? দিলীপের সটান জবাব, 'আমি কী বলব।'

গেরুয়া নেতাদের কথাতেই স্পষ্ট মুকুল রায়ের বিজেপি ত্যাগ ভোটের পর তাদের কাছে বড় ধাক্কা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp dilip ghosh mukul roy Arjun Singh Soumitra Khan Mukul Ray
Advertisment