Advertisment

শুভেন্দুর টিপ্পনির পরের দিনই SSKM-এ ভর্তি মুকুল রায়

মুকুল রায়ের চিকিৎসায় পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি দল তৈরি করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ

author-image
IE Bangla Web Desk
New Update
still he is in bjp mukul roy claims to assambly speaker

কোন দলে মুকুল? স্পষ্ট করলেন নিজেই।

অসুস্থ মুকুল রায়। বৃহস্পতিবার সকালে মুকুল রায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্নায়ুরোগ-জনিত সমস্যা রয়েছে মুকুল রায়ের। উপযুক্ত চিকিৎসার জন্যই মুকুল রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। মঙ্গলবারই মুকুল রায়ের অসুস্থতা নিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে রাখা হয়েছে বলেও তোপ দেগেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার সেই আক্রমণের ঠিক পরের দিনেই হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়।

Advertisment

বৃহস্পতিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল নেতা মুকুল রায়কে। শারীরিক ঠিক কোন কোন অসুবিধা রয়েছে মুকুল রায়ের? হাসপাতালের তরফে এখনও স্পষ্ট করে এব্যাপারে কিছু জানানো হয়নি। তবে মুকুল রায়ের পুত্র তথা প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন, “বাবার শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে। তাই হাসপাতালে এনেছি উপযুক্ত চিকিৎসার জন্য।” বর্ষীয়ান এই রাজনীতিবিদের চিকিৎসায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি দল তৈরি করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুকুল রায়ের শরীরে সোডিয়াম, পটাসিয়ামের মাত্রা কমেছে।

আরও পড়ুন- দুই অবসরপ্রাপ্ত আইপিএসের নিয়োগ নিয়ে শুভেন্দুর কটাক্ষ ‘জব কে সাথ ভী, অবসর কে বাদ ভী’

উল্লেখ্য, দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে ইতিমধ্যেই শুনানি হয়েছে একাধিকবার। মুকুল রায়কে ডাকা হলেও অসুস্থতার কারণে তিনি গরহাজির থেকেছেন সেই শুনানিতে। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুও বাবার অসুস্থতার কথা জানিয়েছেন। বিধানসভায় মুকুল রায় একবার দাবি করেন এখনও পর্যন্ত তিনি বিজেপিরই বিধায়ক। মুকুলের সেই বক্তব্যেও তাঁর অসুস্থতা নিয়ে জল্পনা বাড়ে। মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, “বিধায়ক পদ বাঁচাতে অসুস্থ সাজিয়ে বাড়িতে বসিয়ে রাখা হচ্ছে মুকুল রায়কে।”

মুকুল রায়কে নিয়ে শুভেন্দুর সেই দাবির ঠিক একদিন পরেই হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mukul roy Suvendu Adhikari bjp tmc SSKM
Advertisment