লোকসভা নির্বাচনে বাংলার ১৮টি কেন্দ্রে পদ্মফুল ফুটেছে। যা দেখে বড়সড় ধাক্কা খেয়েছে ঘাসফুল। ভোটের ফলের ধাক্কা সামলাতে না সামলাতেই আরও এক বড় ‘বাউন্সার’ পেল তৃণমূল নেতৃত্ব। একদা মমতা সেনাপতি মুকুল রায়ের হাত ধরেই ক্রমশ ‘তছনছ’ হচ্ছে মমতার দল। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়-সহ ৩ বিধায়ক ও ৫০ জনেরও বেশি কাউন্সিলর পদ্মপতাকা হাতে তুলে নিলেন। যার জেরে কাঁচরাপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভা হাতছাড়া হল তৃণমূলের। তবে এতেই শেষ নয়, ‘পিকচার অভি বাকি হ্যায়’-এর কায়দায় মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা বললেন, ‘‘আগামীদিনে ধীরে ধীরে তৃণমূলের সকলে বিজেপিতে যোগ দেবেন’’। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়ে মুকুল রায় বলেছেন, ‘‘আগামী দিনে বিরোধী দলের তকমাও পাবে না তৃণমূল’’।
এদিন দলবদল নিয়ে সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, ‘‘বাংলার যা পরিস্থিতি, ১ তারিখ দেখবেন সকলে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেবেন। আরও অনেকে রয়েছেন যাঁরা যোগদানের জন্য মুখিয়ে আছেন। ১ ও ২ তারিখ থেকে বিধায়কদের লাইন দেখবেন’’। অন্যদিকে, কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘‘তৃণমূলের ডেরেক ও’ ব্রায়েন তো বলেছিলেন, ৪০ কেন একজনও বিজেপিতে যাবে না। আজ ৫০ জনেরও বেশি কাউন্সিলর যোগ দিয়েছেন। ৩ বিধায়ক যোগ দিলেন। বাংলায় যেমন ৭ দফায় ভোট হয়েছে, তেমন ৭ দফায় দলবদল হবে’’। বিজেপির কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘‘মমতার একনায়কতন্ত্রে সকলেই বিরক্ত হয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে সকলকে নেব না। যাঁরা বিজেপিতে যোগ্য, তাঁদেরকেই নেওয়া হবে’’।
আরও পড়ুন: তৃণমূলে আঘাত! বিজেপিতে শুভ্রাংশু-সহ একঝাঁক তৃণমূল কাউন্সিলর
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে মুকুল রায় বলেন, ‘‘বাংলায় হিংসার জন্য তৃণমূলই দায়ী। আমরা ঘোড়া কেনাবেচা করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় করেন। পঞ্চায়েত ভোটে আমাদের জয়ী সদস্যদের হুমকি, টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছে...আগামী দিনে তৃণমূল বিরোধী দলের তকমাও পাবে না’’।
অন্যদিকে, এদিন মুকুল রায় বলেন,‘‘আমি তো আগেই বলেছিলাম, তৃণমূলে থাকবে কিন্তু ভোট করবে বিজেপির হয়ে’’। প্রসঙ্গত, এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ঘাসফুলের বদলে পদ্মফুল ফুটেছে। ব্যারাকপুর কেন্দ্রের মধ্যেই রয়েছে বীজপুর বিধানসভা কেন্দ্র। যে কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন শুভ্রাংশু রায়। ভোটের দিন কার্যত অলক্ষ্যেই ছিলেন শুভ্রাংশু। ভোটের দিন শুভ্রাংশুকে সেভাবে না দেখা যাওয়ায় ইতিউতি প্রশ্ন উঠতে শুরু করে। তবে কি শুভ্রাংশু বাড়িতে বসে কোনও গোপন ‘অপারেশন চালিয়েছিলেন?’ মুকুলের এদিনের মন্তব্যে সে সম্ভাবনাই জোরালো হল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। পাশাপাশি এবার লোকসভা নির্বাচনে যেভাবে বঙ্গে বিজেপি সাফল্য পেয়েছে, তার নেপথ্যে মুকুলের এই কৌশল থাকতে পারে বলেও মত রাজনীতির কারবারীদের একাংশের।
Read the full story in English