/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/mamata-mukul-759.jpg)
মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যসভায় কেন্দ্রের ইএসআইসি (এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন) প্রতিনিধি নির্বাচনে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার মুকুল রায় দাবি করেন, এই পদে তৃণমূল প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেনকে জয়যুক্ত করতে বিজেপি-র সমর্থন চেয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এরপরই মমতা-বিজেপি 'গোপন আঁতাত' নিয়ে বিস্তর জল্পনা দানা বাঁধে। মুকুলের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এবার তাঁর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস আনতে চলেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মুকুলের এই মন্তব্য ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ইএসআইসি নির্বাচনে তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও।
মুকুল রায়ের এই মন্তব্য প্রসঙ্গে রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘‘মুকুল রায় যে কথা বলেছেন, তা সংসদের পক্ষে অবমাননাকর। তাই দল সিদ্ধান্ত নিয়েছে, দোলা সেনকে বলে স্বাধীকারভঙ্গের নোটিস আনা হবে’’। অন্যদিকে, একদা সতীর্থ মুকুল রায়ের বক্তব্য ‘হাস্যকর’ বলার পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘ইএসআইয়ের মতো একটা কমিটিতে ঢুকবেন বলে কাউকে ফোন করবেন, এত দুর্বল মহিলা নন মমতা...হাস্যকর জিনিস’’।
আরও পড়ুন:
ঠিক কী বলেছিলেন মুকুল রায়?
বৃহস্পতিবার বিজেপি নেতা মুকুল বলেন, ‘‘কাল (বুধবার) রাজ্যসভায় ইএসআইসি প্রতিনিধি নির্বাচনে বিজেপির সমর্থনে জিতেছেন দোলা সেন। ভোটে জিততে গেলে তো সমর্থন পেতে হয়। ফলে কাউকে না কাউকে তো সমর্থন চাইতে হবে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপির সমর্থন চেয়েছেন’’।
আরও পড়ুন: সব্যসাচীকে লড়াইয়ের কৌশল বাতলে দিলেন মুকুল রায়
উল্লেখ্য, ইএসআইসি নির্বাচনে ৯০টি ভোট পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। ৪৬টি ভোট পেয়েছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। ৮টি ভোট পেয়েছেন সিপিএমের ই করিম। মোট ১২টি ভোট বাতিল হয়েছে। ভোটের ফল সামনে আসার পরই তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ জানিয়ে সরব হয়েছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ‘‘বিজেপির ভোটে জিতেছে তৃণমূল। জাভড়েকরের মতো মন্ত্রী তৃণমূলকে ভোট দিয়েছেন। বাহারি পলিটিক্স চলছে। বিজেপি-তৃণমূলের গোপন আঁতাত চলছে’।