Mukul Roy: মুকুলের কেন্দ্রীয় নিরাপত্তা সরাল শাহের মন্ত্রক! সুরক্ষা দেবে রাজ্যই

Mukul Roy Security: তৃণমূলে যোগ দিয়েই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন মুকুল রায়।

Mukul Roy Security: তৃণমূলে যোগ দিয়েই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন মুকুল রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mukul Roy left the central security

মুকুল রায়। ফাইল ছবি

Mukul Roy CRPF: বিজেপিতে যোগ দেওয়ার পর তৎকালীন সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে সুরক্ষা দিয়ে ওয়াই প্লাস ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। যদিও এবার সেই নিরাপত্তা তুলে নিল স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisment

যদিও তৃণমূলে যোগ দিয়েই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন মুকুল রায়। তাঁর আবেদনের ভিত্তিতেই এই নিরাপত্তা প্রত্যাহারের জন্য সিআরপিএফ-কে নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisment

আরও পড়ুন, কেন ছন্নছাড়া বঙ্গ বিজেপি? উপায় বাতলে রিপোর্ট তথাগতর

তবে মুকুল রায় তৃণমূলে ফেরার পর তাঁর সুরক্ষার দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার। মমতা প্রশাসনের তরফে তাঁকে 'ওয়াই' ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। শুক্রবার থেকেই সেই সুরক্ষা পাবেন তিনি। বৃহস্পতিবারই তাই কেন্দ্রীয় নিরাপত্তা সরিয়ে নিল শাহের মন্ত্রক।

জানা গিয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল-পুত্র শুভ্রাংশুও কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। সেই নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে বলে খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mukul roy CRPF Home Ministry