Advertisment

তৃণমূল যোগের জল্পনা! টুইটবার্তায় খোলসা করলেন স্বয়ং মুকুল রায়

কোন দলে মুকুল? স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul mamata

জল্পনা ওড়ালেন মুকুল রায়। আপাতত তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের কোনও সম্ভাবনা নেই। টুইটবার্তায় তা নিজেই স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়৷ বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়ের পর থেকেই মুকুল রায়ের দলত্যাগের সম্ভাবনা ঘিরে নানা জল্পনা মাথাচাড় দিয়েছে। শুক্রবার বিধানসভায় শপথের পর তাঁর কার্যত 'মৌণ' অবস্থান সেই জল্পনায় অন্য মাত্রা যোগ করে।

Advertisment

টুইটারে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক লিখেছেন, ‘আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিজেপির সৈনিক হিসাবে আমার লড়াই অব্যাহত থাকবে। আমি সবাইকে অনুরোধ করব, কেউ গুজবে কান দেবেন না৷ আমি আমার রাজনৈতিক পথে দৃঢ় সংকল্পবদ্ধ।’

নির্বাচনোত্তর ফলাফল নিয়ে যখন বঙ্গ বিজেপিতে মুষল পর্ব চলছে, একে অপরকে দোষারোপের পালা চলছে, তখনও চুপ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। শুক্রবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করে নীরবেই প্রস্থান করেন তিনি। তবে যাওয়ার আগে জল্পনা বাড়িয়ে বলে যান, 'আমি আজ কিছু কথা বলব না। যেদিন বলার সেদিন সবাইকে ডেকে আমি বলব।' অধিবেশন কক্ষে সৌজন্য সাক্ষাৎও হয়-মুকুল রায় ও সুব্রত বক্সির। ওই দিন বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও যোগ দেননি মুকুল রায়। বৈঠকের আগেই বিধানসভা ছাড়েন তিনি। ফলে প্রশ্ন জোড়াল হয় যে, তাহলে কী পুরনো দলেই ফের ফিরছেন একদা মমতার 'সেকেন্ড ইন কম্যান্ড'।

এই প্রেক্ষিতেই শনিবার সকালে টুইটে নিজের বিজেপি ত্যাগের জল্পনা উড়িয়েছেন স্বয়ং মুকুলবাবু।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mukul roy Mukul Ray bjp tmc Mamata Banerjee
Advertisment