Advertisment

পাখির চোখ ২৪-এর লোকসভা নির্বাচন, কোন ফর্মুলায় MVA-এর আসন ভাগাভাগি?

পাখির চোখ ২৪-এর লোকসভা।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai, mumbai news, maharashtra, maharashtra news, Sanjay Raut, Nationalist Congress Party, Maha Vikas Aghadi, Shiv Sena-Uddhav Balasaheb Thackeray, congress

কর্নাটকে ধরাশায়ী বিজেপি। কর্নাটকের ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। কেন্দ্রের বিরোধী দলের এই বড় জয়ে দক্ষিণ ভারত বিজেপি-শূন্য হয়ে গিয়েছে। আর কংগ্রেসের এই জয়ে আত্মবিশ্বাস পাচ্ছে অনান্য বিরোধী দলগুলি। কর্নাটকে কংগ্রেসের জয়ের তড়িঘড়ি বৈঠকে বসে মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ি জোট। সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগাড়ি জোট এবার ছোট ছোট রাজনৈতিক দলগুলিকে একজোট করার কাজে নামবে বলে স্থির করেছে।

Advertisment

মঙ্গলবার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা অজিত পাওয়ার বলেছেন যে মহা বিকাশ আগাড়ি (এমভিএ) আসন ভাগাভাগির ভাগাভাগির আলোচনার সময়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মহারাষ্ট্রে যে লোকসভা আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে প্রথমে আলোচনা করা হবে। অজিত পাওয়ার মঙ্গলবার বলেছেন যে এমভিএ, শিবসেনা (ইউবিটি), এনসিপি এবং কংগ্রেসের জোট, আগামী বছরের লোকসভা নির্বাচনে "একশো শতাংশ" একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০১৯ সালে, বিজেপি মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে ২৩টি জিতেছিল। এরপর তার তৎকালীন জোটের শরিক শিবসেনা ১৮টি আসন জিতেছিল।

অজিত পাওয়ার বলেন, “আসন ভাগাভাগির কোন ফর্মুলা নেই। উদ্ধব ঠাকরে তার দলের জয়ী আসন ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এ নিয়ে এদিন আর কোন আলোচনা হয়নি। এর আগে, আগামী বছরের লোকসভা নির্বাচনে এমভিএ আসন ভাগাভাগি নিয়ে কথা বলতে গিয়ে, এনসিপি প্রধান শরদ পরওয়ার বলেছিলেন যে তিনি শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে, কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবেন।

আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে এমভিএ-তে কীভাবে আসন বণ্টন করা হবে তা নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি। কংগ্রেসের মহারাষ্ট্র শাখার সভাপতি নানা পাটোলে বলেছেন, আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে আসন বণ্টনের ওপর জোর দেওয়া হবে। পাটোলে মঙ্গলবার সাংবাদিকদের বলেন বিজেপিকে পরাজিত করতে আমরা বদ্ধপরিকর এবং এই উদ্দেশ্যকে মাথায় রেখে আসন বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে। তার দল, কংগ্রেস মহা বিকাশ আগাড়ির (এমভিএ), জোটের একটি স্তম্ভ, এছাড়াও জোটে এনসিপি, শিবসেনার মত দল রয়েছে।   

পাটোলে বলেছেন, "আসন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির বর্ধিত কার্যনির্বাহী সভায় একটি বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। মহা বিকাশ আগাড়ি হিসেবে একসঙ্গে লড়াই করে মেধা অনুযায়ী আসন বণ্টনের ওপর জোর দেওয়া হবে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনার আগে প্রতিটি আসন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে।” তিনি আরও বলেন, MVA বিজেপির "একতরফা ও অত্যাচারী" সরকারকে পতন করতে বদ্ধপরিকর।

পাটোলে বলেন, “পরিস্থিতি ২০১৪, ২০১৯ সালের থেকে একেবারে আলাদা কংগ্রেস জুনের প্রথম সপ্তাহে প্রতিটি আসন পর্যালোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে।" তিনি বলেন, “মহারাষ্ট্র কংগ্রেসের আদর্শের একটি রাজ্য। গত তিন বছরে আমরা সব নির্বাচনে বড় জয় পেয়েছি, বিজেপিকে পরাজিত করেছি। এসব বিষয় মাথায় রেখেই আসন বন্টন করা হবে। উল্লেখ্য যে এনসিপি নেতা অজিত পাওয়ার মঙ্গলবার বলেছিলেন, মহারাষ্ট্রে বিজেপি গত লোকসভা আসনে যেগুলি জিতেছে, সেগুলি নিয়ে প্রথমে আলোচনা হবে আরপর বাকী আসন নিয়ে রফার প্রশ্ন।  

পাওয়ার সাংবাদিকদের বলেন, যে এমভিএ, শিবসেনা (ইউবিটি), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের জোট, আগামী বছরের লোকসভা নির্বাচনে "১০০ শতাংশ" একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০১৯ সালে, বিজেপি মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে ২৩টিতে জিতেছিল। শিবসেনা ১৮টি আসনে জয়ী হয়। পাওয়ার বলেন, “আসন ভাগাভাগির কোন ফর্মুলা নেই। উদ্ধব ঠাকরে তার দলের জয়ী আসন ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এ নিয়ে আর কোন আলোচনা হয়নি।

Election Lok Sabha
Advertisment