/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-122.jpg)
কর্ণাটক নির্বাচনী ফলাফলের বিজেপিকে টেক্কা কংগ্রেসের। প্রাথমিক প্রবণতায় পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। ঢাক-ঢোল নিয়ে সেলিব্রেশনের মেজাজ রাজ্যজুড়েই। শিগ্গাও বিধানসভা আসন থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে তথা বিজেপি নেতা বিজয়েন্দ্র শিকারিপুরা আসন থেকে এগিয়ে রয়েছেন।
ভোট গণনার সাড়ে তিন ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। এখনও অবধি যা ট্রেণ্ড, তাতে বিজেপির থেকে আরও খানিকটা এগিয়ে গিয়েছে কংগ্রেস। এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেস ১১৭টি আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে, বর্তমানে বিজেপি ৭৬ টি আসনে এগিয়ে। তবে JD(S)-ও ভাল ফলাফলের দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই দল ২৪টি আসনে এগিয়ে রয়েছে দল।
নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সাফল্য সামনে আসতেই যতীন্দ্র সিদ্দারামাইয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে বলেন, 'রাজ্যের স্বার্থে আমার বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত'। তিনি আরও বলেন, 'যে কংগ্রেস রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তার বাবা বরুণা বিধানসভা আসন থেকে বড় ব্যবধানে জয়ী হবেন'।
শনিবার কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-র ছেলে যতিন্দ্র সিদ্দারামাইয়া আত্মবিশ্বাসের সঙ্গেই রাজ্যে পালাবদল হবে বলেই আভাস দেন। তিনি আরও বলেছেন, ‘কর্ণাটকের স্বার্থে তাঁর বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত’। যতীন্দ্র বলেন, ‘ছেলে হিসেবে আমি অবশ্যই তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। তবে রাজ্যের বাসিন্দা হিসাবে আমি বলব যে তাঁর মেয়াদে রাজ্যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত ছিল। বিজেপি যতই দুর্নীতির আশ্রয় নিক না কেন, বাবার হাতে রাজ্যের রাশ এনে আবারও কর্ণাটক তার হারানো গৌরব ফিরে পাবে। রাজ্যের স্বার্থে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া উচিত'।