Advertisment

‘গোয়েন্দা কর্তারা ফোনট্যাপিং নিয়ে আমাকে সতর্ক করেছিল’, পেগাসাসে বিস্ফোরক রাহুল গান্ধী

Rahul Gandhi: পেগাসাস ভারতের রাষ্ট্রব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত হানতে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগও করেছে রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi, Phone Tapping, Pegasus

রাহুল গান্ধী

Rahul Gandhi: পেগাসাসের মাধ্যমে শুধু তাঁর ফোন নয়, তাঁর নিরাপত্তারক্ষীদের থেকেও গোপন তথ্য জানতে চাওয়া হয়েছিল। শুক্রবার এমন অভিযোগ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ঊর্ধ্বতন কতৃপক্ষকে এই বিষয়ে অবগত করতে নির্দেশ দেওয়া হয়েছিল তাঁদের। পেগাসাস ভারতের রাষ্ট্রব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত হানতে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগও করেছে রাহুল গান্ধী।

Advertisment

সুর চড়িয়ে তাঁর মন্তব্য, ‘আমার ফোনে আঁড়িপাতা হয়েছিল। অবশ্যই হয়েছে। শুধু আমার একটি ফোন নয়। একাধিক ফোনে আঁড়িপাতা হয়েছে। আমি, আপনাদের একটা কথা বলতে চাই। আইবি দফতর থেকে আমার কাছে ফোন এসেছিল। যে কর্তারা আমার ফোন ট্যাপ করেছিল। তাঁরাই ফোন করে আমাকে সতর্ক করে বলেছিল আমরা ফোন ট্যাপ করছি।এমনকি, আমি কী আলোচনা আর কথা বলি সেটা আমার নিরাপত্তারক্ষীদের জানতে চাওয়া হয়েছিল। তাই নানাভাবে আমি নজরদারির আওতায়।‘

এদিকে, ২০১৯ সালে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর এসপিজি সুরক্ষা সরিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এখন সিআরপিএফ এই তিন জনের নিরাপত্তার দায়িত্বে। অপরদিকে, সংসদে অচলাবস্থার জন্য রাহুলকে দায়ী করে বিজেপি বলেছে, ‘যদি রাহুল গান্ধী মনে করেন তাঁর ফোনে আঁড়িপাতা হয়েছে, তাহলে আইনী পথে সেই ফোনের পরীক্ষা করাক। যদি তাঁর অভিযোগ প্রমাণিত হয়, তবে অবশ্যই দোষীরা সাজা পাবে।‘

এদিকে, পেগাসাস ফোনট্যাপিং-কাণ্ডে সোমবার থেকেই উত্তপ্ত সংসদ। চলতি সপ্তাহে দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদের বাদল অধিবেশন। স্বাধিকার ভঙ্গের জেরে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS Phone Tapping Pegasus Case IB bjp rahul gandhi
Advertisment