Advertisment

নতুন অশান্তির শঙ্কায় সন্ত্রস্ত মণিপুর, ভয় ধরানো হুমকি কুখ্যাত জঙ্গিগোষ্ঠীর

যখন-তখন ছড়াতে পারে হিংসার আগুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Nagas Michhil

এইসব মিছিলের পিছনে লুকিয়ে সন্ত্রাসের পদধ্বনি!

মণিপুরে মেইতি এবং কুকি-জোমি সম্প্রদায়ের মধ্যে বিরোধের প্রায় চার মাস, রাজ্যের অন্যান্য প্রধান জাতিগোষ্ঠীর অন্যতম নাগারা এবার সক্রিয় হয়েছে। তারা কুকিদের দাবির বিরুদ্ধে কণ্ঠস্বর তীব্র করেছে। গত ৩ মে সংঘাত শুরু হওয়ার পর থেকে মণিপুরের নাগা সম্প্রদায় ছিল চুপচাপ। তারা মেইতি বা কুকি-জোমি, কারও পক্ষই নেয়নি। কিন্তু, গত কয়েকদিনে প্রধান নাগা সংগঠনগুলো এই সংঘর্ষে কুকি-জোমির অবস্থানকে চ্যালেঞ্জ করে বিবৃতি দিয়েছে। গত মাসে, বৃহত্তম নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আই-এম) তাদের প্রথম বিবৃতি দিয়েছে। এই সংগঠনের মণিপুর এবং নাগাল্যান্ড, দুই রাজ্যেই প্রভাব আছে। সংগঠনের মহিলা শাখা ভিডিওতে ছড়িয়ে পড়া তিন কুকি-জোমি মহিলার ওপর যৌন নির্যাতনের তীব্র নিন্দা করেছে।

Advertisment

এনএসসিএন (আই-এম)-এর 'নিউজ বুলেটিন' নাগালিম ভয়েসের জুলাই-আগস্ট সংস্করণ 'নাগা পূর্বপুরুষের জমিতে জালেঙ্গামের মিথ (কুকিল্যান্ড)' শিরোনামে প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, 'যদিও নাগারা কুকিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ ইস্যুতে সেটা করেছে। আর কুকি-জোমি সম্প্রদায়ের উচিত খুব সাবধানে চলাফেরা করা এবং কখনও বাড়াবাড়ি না-করা। আর কুকিল্যান্ডের ভাবনা ছাড়া উচিত। বর্তমান পরিস্থিতিতে পৃথক প্রশাসন বা কুকি রাজ্য দাবি করা একটি অত্যন্ত আবেগপ্রবণ ইস্যু যা বাস্তবতা এবং ভালো বিচার-বুদ্ধি ও দূরদর্শিতার সঙ্গে তুলে না-ধরলে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে।'

আরও পড়ুন- ইসরোর লা জবাব সাফল্যে তারিফ সকলের, কিন্তু কীভাবে হয়েছিল চলার শুরুটা?

জঙ্গিগোষ্ঠীটির মুখপত্রে আরও লেখা হয়েছে, 'এইভাবে কুকি-জো সম্প্রদায়ের উচিত রাজনৈতিক বিষয়টির মূল্যায়ন করা। কারণ, নাগারা তাদের পূর্বপুরুষের জমিতে যুদ্ধ-উদ্দীপনা, অনুপ্রবেশ বা উসকানিকে অনুমতি দেবে না।' নাগালিম ভয়েস-এর এই প্রতি প্রতিবেদন সতর্ক করে দিয়ে জানিয়েছে যে মণিপুরে কুকি-জোমি অঞ্চলগুলোর জন্য একটি পৃথক প্রশাসনের দাবি 'নাগাদের সঙ্গে সংঘর্ষের পথে আসার ঝুঁকি তৈরি করবে।' এনএসসিএন (আই-এম)-এর একথা বলার কারণ, নাগা ও কুকি-জোমি, উভয় জাতিগোষ্ঠীর প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। আর, উভয় জাতিগোষ্ঠীই নিজেদের অঞ্চলের জন্য বারবার দাবি জানিয়ে আসছে।

Violence Nagaland Manipur
Advertisment