কাঁচরাপাড়া, হালিশহর, বনগাঁর পর বাংলার আরও এক পুরসভা ‘পুনরুদ্ধার’ করল মমতা বাহিনী। মুকুল রায়কে আবারও টেক্কা দিয়ে বিজেপির ‘ছিনিয়ে নেওয়া’ নৈহাটি পুরসভা শনিবার ফের তৃণমূল দখল নিল বলে দাবি করল ঘাসফুল শিবির। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়া ১৮ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১০ জন কাউন্সিলর ‘ঘর ওয়াপসি’ করলেন। বাকি ৮ জন কাউন্সিলরও ঘরে ফিরবেন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। যার ফলে নৈহাটি পুরসভায় এই মুহূর্তে তৃণমূলের ২৩ জন কাউন্সিলর রয়েছেন বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: মমতাকে তৈরি করতে সব নষ্ট করে জীবন দিয়েছিলাম, আর উনিই রাজনীতি করলেন: শোভন
সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, লোকসভা ভোটের পর তৃণমূলে কার্যত ভাঙন ধরিয়ে দিয়েছিলেন একদা মমতা ঘনিষ্ঠ মুকুল রায়। দিল্লিতে বিজেপির সদর দফতরে বসে একের পর এক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের হাতে পদ্ম পতাকা তুলে দিতে শুরু করেছেন তৃণমূলের একদা প্রধান সেনাপতি। এই ধারা অব্যাহত রেখেই হালিশহর, কাঁচরাপাড়া, বনগাঁর মতো পুরসভার একাধিক কাউন্সিলরদের দলে টেনে ‘পুর বোর্ড দখলে’ বলে দাবি করে পদ্ম শিবির। এরপরই নিজেদের দুর্গ বাঁচাতে উঠেপড়ে লাগে মমতা ব্রিগেড। সেই প্রচেষ্টায় এবার নৈহাটিতে সফল হল তৃণমূল।
আরও পড়ুন: শোভনের পর তৃণমূল ছেড়ে ‘যাব যাব’ করছেন কোন নেতা? জানিয়ে দিলেন ভারতী ঘোষ!
অন্যদিকে, চলতি সপ্তাহেই শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জেরে তৃণমূলে বড়সড় ভাঙন ঘটেছে। শোভনের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এদিন নাম না করেই ফিরহাদ হাকিম বলেন, ‘‘মমতার আদর্শ নিয়ে যাঁরা কাজ করেছেন, তাঁরা ওখানে পোষাতে পারবেন না। আদর্শগত তফাৎ তো আছে। যদি মাথা খারাপ না হয়, যদি ভ্রম না হয়, তাহলে তৃণমূলের আদর্শে যাঁরা বিশ্বাসী, যাঁরা মমতার সহযোদ্ধা, তাঁরা বিজেপিতে গিয়ে স্বস্তি বোধ করবেন না’’।
এদিকে, শোভন-বৈশাখীর বিজেপিতে যোগদানের আগের মুহূর্তে রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের আচমকা উপস্থিতি ঘিরে চরম নাটক চলে। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই বিজেপিতে দেবশ্রী যোগ দেবেন বলে ইচ্ছাপ্রকাশ করেন। যদিও শেষমেশ শোভনের আপত্তিতেই দেবশ্রীর বিজেপিতে যোগদান প্রক্রিয়া সেদিনের মতো স্থগিত হয়ে যায়। এ ঘটনার পর থেকেই কার্যত ‘উধাও’ দেবশ্রী রায়। অভিনেত্রীর মোবাইল সুইচড অফ। দেবশ্রী রায় প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘‘এ নিয়ে কিছু বলব না। বিধানসভার পরিষদীয় দল এ নিয়ে ঠিক করবে’’।