নারদা মামলায় তৃণমূলের মন্ত্রী, নেতাদের সিবিআই গ্রেফতারি ঘিরে অশান্ত হল বাংলা। রাজ্যে করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে। সেই আবহেই বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে তৃণমূল-কর্মী সমর্থকেরা। নিজাম প্যালেসের সামনেও জমায়েত করছেন অসংখ্য তৃণমূল সমর্থকেরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। যদিও বাড়ছে অশান্তি।
এর মধ্যেই সিবিআই দফতরের সামনে শুরু হয়ে ইটবৃষ্টি। তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারের পর ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে এই খবরের পরই অশান্ত হয়ে ওঠে নিজাম প্যালেস চত্বর। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইটবৃষ্টিও শুরু হয়।
এদিকে চার তৃণমূল নেতার গ্রেফতারের খবরে সকালে আধঘণ্টা পথ অবরোধ চলে হুগলির আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের গৌরহাটি মোড়ে। ফিরহাদ হাকিমকে গ্রেফতারের প্রতিবাদে আসানসোল হটন মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ঘাসফুল শিবিরের কর্মীরা। অন্যদিকে, মদন মিত্রর গ্রেফতারির প্রতিবাদে কামারহাটির বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন, ‘আগে আমাকে গ্রেফতার করুন, না হলে CBI দফতর ছাড়ব না’, চ্যালেঞ্জ মমতার
ফিরহাদ হাকিম সহ তিন মন্ত্রীর গ্রেফতারের পরই নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নিজাম প্যালেসে তৃণমূল নেতা, মন্ত্রীদের গ্রেফতারের পরই সেখানে গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের নেতা কর্মীরা। ফিরহাদ হাকিমকে নিজাম প্যালেসে নিয়ে আসার সময় মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূল কর্মীরা পথ অবরোধ করেন। সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগানও দিতে দেখা যায় তাঁদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন