Advertisment

মুন্ডুতে মোদী! কারণ কি লোকসভা ভোট?

প্রধানমন্ত্রী লিখেছেন,"নৈসর্গিক সৌন্দর্যের পোর্টব্লেয়ারে সকালবেলা...ঐতিহ্যের পোশাক এবং সূর্যদয়। স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গ করা অকুতোভয় নায়কদের কথা ভাবছি। ''

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শনিবার সন্ধ্যায় উড়ে গিয়েছেন পোর্ট ব্লেয়ারের উদ্দেশে। আর দ্বীপপুঞ্জে পৌঁছেই দক্ষিণের সাবেকি পোশাক 'মুন্ডু'তে নজর কেড়েছেন প্রধানমন্ত্রী মোদী। নিজের সেই ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ারও করেছেন টেকস্যাভি নমো। ছবির ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন,"নৈসর্গিক সৌন্দর্যের পোর্টব্লেয়ারে সকালবেলা...ঐতিহ্যের পোশাক এবং সূর্যদয়। স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গ করা অকুতোভয় নায়কদের কথা ভাবছি। ''

Advertisment

পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর এই নয়া রূপ। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর, ৭৫ বছর আগে ঠিক এই দিনেই আন্দামানের পোর্ট ব্লেয়ারে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাস চন্দ্র বসু। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে এদিন ১৫০ মিটারের পতাকা উত্তোলন করলেন নরেন্দ্রমোদী।

পতাকা উত্তোলনের পাশাপাশি প্রধানমন্ত্রী দিনটিকে চিহ্নিত করার জন্য একটি স্মারক ডাক টিকট এবং মুদ্রা প্রকাশের কথাও ঘোষণা করেছেন। তাছাড়া, এই অঞ্চলে পরিকাঠামো উন্নয়েনের কথাও বলেছেন তিনি।

এদিকে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন মোদী। আগামী ৬ জানুয়ারি কেরালায় ২০১৯-এর নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি। শবরীমালা ইস্যুতে এখনও তেতে রয়েছে দক্ষিণের এই রাজ্য। তবু, বিক্ষোভের আগুন জ্বলতে থাকা কেরালার মাটিকেই লোকসভা ভোট প্রচারের প্রথম স্টেশন হিসাবে বেছে নিয়েছেন মোদী। সম্ভবত সেই কারণে দক্ষিণের মন রাখতে দক্ষিণের সাবেকি পোশাক 'মুন্ডু'কে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Read the full story in English

narendra modi
Advertisment