Narendra Modi interview: ‘‘আমি এমন একজন প্রধানমন্ত্রী, যিনি সবসময় জনতার সঙ্গে থেকে কাজ করেন’’, লোকসভা ভোটের আগে এমন সুরই শোনা গেল মোদীর গলায়। মাস পোহালেই লোকসভা ভোট। তার আগে এই প্রথম টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী। ‘রিপাবলিক ভারত’ চ্যানেলে বৃহস্পতিবার লোকসভা নির্বাচন, বিরোধীদের মহাজোট নিয়ে মুখ খুললেন মোদী।
src="https://www.youtube.com/embed/SYEjVTQtOVw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
একনজরে জেনে নিন ভোটের মুখে টিভিতে সাক্ষাৎকারে কী বললেন মোদী?
* যদি দেশের মানুষ আমাদের সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার সিদ্ধান্ত নেয়, যদি ওরা ভোটের পরও জোট বাঁধে তাহলে কে আমাদের সরাবে? গোটা দেশ আমাদের সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে: মোদী
* পুলওয়ামা হামলার দিন উত্তরাখণ্ডে ছিলাম। সেখানে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। হামলার খবর পাওয়ার পরই ফোনে সভায় বক্তব্য রেখেছিলাম: মোদী
* পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে কংগ্রেসকে নাম না করে মোদী বলেন, ‘‘এতে আমার কোনও সমস্যা নেই। কিন্তু ভারতীয় গণতন্ত্রের জন্য পরিবারতান্ত্রিক রাজনীতি খুবই বিপজ্জনক। যেসব দল পরিবার চালাচ্ছে, সেক্ষেত্রে পরিবারের নিয়ন্ত্রণে দেশ চলতে পারে না। একটা দল, যেটা ব্যক্তিগত কোম্পানির মতো কাজ করে, যেখানে অন্য কেউই সভাপতি হতে পারেন না, এটা ভুল।’’
আরও পড়ুন, PM Modi address to nation: মহাকাশে ‘মিশন শক্তি’ অপারেশনে ধ্বংস স্যাটেলাইট: মোদী
* বিরোধীদের একহাত নিলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘‘গ্যাস কানেকশন দিয়েছে, বাড়ি তৈরি করে দিয়েছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি, এসব নিয়ে আমরা বিরোধীদের সঙ্গে ডিবেট করতে পারি। কিন্তু যখনই আমি উন্নয়ন নিয়ে কথা বলা শুরু করি, তখনই ওঁরা অন্য ইস্যু নিয়ে কথা বলেন। আমরা এমন একটা সরকার, যারা ২৪ ঘণ্টাই কাজ করে। পাকিস্তানে যখন অভিনন্দন বর্তমানকে আটক করা হল, তখন বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল বিরোধীরা। অভিনন্দনের ফেরা নিয়েও প্রশ্ন তুলেছে। এটা ওদের পরিকল্পনা ছিল। খুবই দুর্ভাগ্যজনক।’’
* এবারের ভোটে ব্যক্তিই গুরুত্বপূর্ণ। ব্যক্তি ক্যারিশমার উপরই নির্ভর করবে এবারের লোকসভা নির্বাচন, এমন ব্যাখ্যাই দিলেন প্রধানমন্ত্রী।
* আমি এমন একজন প্রধানমন্ত্রী, যিনি সবসময় জনতার সঙ্গে থেকে কাজ করেন: মোদী
*মিশন শক্তি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ ছিল না। পরীক্ষা সফল হওয়ার পরই আমরা ঘোষণা করেছি। এজন্য বহু বছর ধরে চেষ্টা চালানো হয়েছে: মোদী
উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মুতে বিজয় সংকল্প যাত্রার মাধ্যমে ভোট প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী। শুক্রবার ওড়িশা, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সভা রয়েছে প্রধানমন্ত্রীর।
Read the full story in English