Advertisment

শান্তি বজায় রাখুন, বিজেপি সাংসদদের বার্তা প্রধানমন্ত্রীর

উত্তর পূর্ব দিল্লিতে হিংসার প্রেক্ষিতে নমোর এদিনের মন্তব্য বিশেষ তাৎপর্যবাহী বলেই মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী।

দিল্লি হিংসার এক সপ্তাহ পরে বিজেপি সাংসদদের 'শান্তি' বজায় রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

Advertisment

সংসদে অধিবেশনের আগে এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, 'দেশের বিকাশের জন্যই শান্তি থাকা প্রয়োজন। আমাদের দলের মন্ত্রই হল বিকাশ। প্রধানমন্ত্রী মন্তব্য করেব, দলের নেতাদের লক্ষ রাখতে হবে যাতে দেশ জুড়ে শান্তি বজায় থাকে।'

উত্তর পূর্ব দিল্লিতে হিংসার প্রেক্ষিতে নমোর এদিনের মন্তব্য বিশেষ তাৎপর্যবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সোমবারের পর মঙ্গলবারও দিল্লি হিংসার দায় মোদী সরকারের উপর চাপিয়ে সংসদীয় অধিবেশনের শুরুতেই হইহট্টগোল শুরু করে বিরোধী শিবিরের সাংসদরা। যার জেরে রাজ্যসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। অধিবেশনের আগে লোকসবার কাজ ঠিকভাবে চালাতে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু, সভার শুরু থেকেই চেঁচামিচি জুড়ে দেন বিরোধী তৃণমূল, ডিএমকে, কংগ্রেস সাংসদরা। দিল্লি হিংসা নিয়ে আলোচনা জিরো আওয়ারে হবে বললে তা মানেননি বিরোধী সাংসদরা। ফলে লোকসবাও দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

আরও পড়ুন: 'সোশাল মিডিয়া ছাড়ব ভাবছি’, টুইটে জল্পনা উস্কালেন মোদী

এখনও পর্যন্ত দিল্লির হিংসায় মারা গিয়েছেন ৪৭ জন। বাড়ি থেকে দোকান, গোডাউন, কারখানা, স্কুল ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয় বহু গাড়ি। এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তা ও বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যকেই কাঠগড়ায় তোলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও রয়েছে চাপা উত্তেজনা।

Read  the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp PM Narendra Modi
Advertisment