Advertisment

ন্যাশনাল হেরাল্ড মামলায় শীর্ষ আদালতকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আবেদন করল দিল্লি হাইকোর্ট

আবেদনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জমি না ছাড়লে কেন্দ্র থেকে ইতিমধ্যে সেই জমি নিলামে ওঠানোর হুমকিও দেওয়া হয়েছে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

বৃহস্পতিবার ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানিতে মুলতুবি রাখল দিল্লির উচ্চ আদালত। ২২ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলায় সুপ্রিম কোর্টকে স্থিতাবস্থা জারি রাখার আবেদন করেছে হাইকোর্ট।

Advertisment

নগরোন্নয়ন মন্ত্রকের ৩০ অক্টোবরের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ন্যশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল দিল্লি হাইকোর্টে।   ৫৬ বছরের লিজের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় দিল্লির ন্যাশনাল হেরাল্ডের নির্ধারিত জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নগরোন্নয়ন মন্ত্রক। প্রকাশকের পক্ষ থেকে অভিষেক মানু সিঙ্ঘভি আদালতে জানিয়েছেন কেন্দ্রের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, এই নির্দেশ অসাংবিধানিক এবং অবৈধ।

আরও পড়ুন, আয়কর মামলায় সোনিয়া-রাহুলের আর্জির শুনানি সুপ্রিম কোর্টে

এর আগে আদালত ন্যশনাল হেরাল্ড মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল আগামী ডিসেম্বরে। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি সুনীল ফার্নান্দেজ আদালতে বলেন সংবাদপত্রের জমি ১৫ নভেম্বরের মধ্যে ছেড়ে দিতে বলা হয়েছে কেন্দ্র থেকে।

আবেদনে বলা হয়েছে, "আবেদনকারীরা আইনি ভাবেই ওই জমি বিগত ৫৬ বছর ধরে অধিকার করে আছেন"।  আবেদনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জমি না ছাড়লে কেন্দ্র থেকে ইতিমধ্যে সেই জমি নিলামে ওঠানোর হুমকিও দেওয়া হয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল শেষ ১০ বছর ধরে ওই জমিতে কোনো গণমাধ্যমের দফতর নেই, এবং জমিটি বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে।

Read the full story in English

Advertisment