২৬/১১ -এর মুম্বই হামলার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত থাকা জঙ্গির গ্রেফতার বা শাস্তি সংক্রান্ত তথ্য এনে দিতে পারলে ৫০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। ২৬/১১-এর মুম্বই হামলার ১০ বছরে এমনটাই ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জঙ্গি সংগঠন ‘লস্কর–ই–তৈবা’-র সন্ত্রাসের ভয়াবহতার স্মৃতি এখনও দগদগে স্বজন হারানো মানুষের মনে। ১৬৬ টি তরতাজা প্রাণ শেষ হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে। এঁদের মধ্যে বেশ কিছু মার্কিন নাগরিকও ছিলেন। ১০জন হামলাকারীর মধ্যে ৯ জন নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে। আজমল কাশবের মৃত্যুদণ্ড হয়েছিল।
আরও পড়ুন, পাক সন্ত্রাসবাদীর চেয়েও বেশি মাথার দাম মাওবাদী নেতার
মুম্বই হামলা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্র সচিব মাইক পম্পিও বলেছেন, "দশ বছর পরেও মুম্বই হামলার পরিকল্পনা করেছিল যারা, তাদের কোনও শাস্তি হল না। এটা হামলায় নিহতদের পরিবারের কাছে প্রিয়জনের কাছে কতটা অপমানের"। প্রতিবেশী রাষ্ট্র বিশেষ করে, পাকিস্তান যে বিশ্ব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে চলেছেন, তা এ দিন আরও একবার উল্লেখ করলেন মাইক।
"নিহতদের পরিবার, প্রিয়জনদের পাশে আমরা থাকার চেষ্টা করছি। সন্ত্রাসের বর্বরতায় প্রাণ হারিয়েছেন তাঁদের কাছের মানুষ। নজিরবিহীন এমন বর্বরতা সারা পৃথিবীকে থমকে দিয়েছিল। মুম্বই হামলার জন্য দায়ী যারা, তাদের প্রত্যেকের শাস্তি হয়েছে, এটাই দেখার অপেক্ষায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র"।
‘লস্কর–ই–তৈবা’-র প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মদ সইদ এবং হাফিজ আব্দুল রহমান মাক্কিকে ধরিয়ে দেওয়ার জন্য যথাক্রমে ১ কোটি এবং ২০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
Read the full story in English