হিন্দুত্বকে হাতিয়ার করছেন একনাথ শিণ্ডে। তাঁর সাফ দাবি, শিবসেনার আদর্শ বিরোধী কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট গড়ে আর সরকার চলবে না। কিন্তু এটাই কী একমাত্র কারণ? তা নিয়ে প্রশ্ন তুলে মহারাষ্ট্র সাসপেন্সে নয়া বিতর্কের জন্ম দিলেন সেনা মুখপাত্র সঞ্জয় রাউত। এখানেই থামলেন না। একইসঙ্গে বোমাও ফাটালেন। বললেন, 'শিণ্ডে সহ বিদ্রোহী সিবসেনা বিধায়কদের মধ্যে ১৭ থেকে ২০ জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন।'
সঞ্জয় রাউতের আরও দাবি যে, '১৭ থেকে ২০ জন সরাসরি ইডির নজরে। এছাড়া আরও ১০ থেকে ১৫ জন বিধায়ক ইডির নোটিশ পাওয়ার ভয় পাচ্ছেন।' অর্থাৎ, সেনার বিদ্রোহী শিবিরের আদর্শগত পার্থক্যের দাবি আসলে তুচ্ছ, আসলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে পড়া থেকে বাঁচতেই যে শিণ্ডে সহ অন্যান্য বিধায়কদের এই আচরণ তা স্পষ্ট করে দিয়েছেন শিবসেনা মুখপাত্র।
সেনা বিধায়কদের বিজেপির সঙ্গে হাত মেলানোর চেষ্টার নেপথ্যে কারণ কি শুধ ইডি নোটিশের ভয়? জবাবে ধ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বৃহস্পতিবার বলেছেন, 'আমার তথ্য অনুসারে বেশিরভাগ বিদ্রোহী বিধায়ক ইডি নোটিশ পেয়েছেন। বিজেপি ইডি-র মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করছে। অন্যান্য বিধায়করাও এজেন্সির নজরে ছিলেন।' শিণ্ডেও কি ইডি-র নোটিশের ভয় পাচ্ছেন? রাউতের উত্তর, 'হ্যাঁ, আমার তথ্য অনুযায়ী…।'
সেনার এক সিনিয়র নেতা বলেছেন, 'বিদ্রোহী গোষ্ঠীর অনেক নেতা ইডি অফিসে ঘোরাফেরা করছেন। আরতার পরেই একনাথ শিণ্ডে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন। এটা স্পষ্ট যে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ঝামেলামুক্ত হতে চাইছেন।'
আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রীর দেখা মেলে না’, উদ্ধবকে তুলোধনা করে বিদ্রোহীদের চিঠি, ছত্রে ছত্রে বিস্ফোরক অভিযোগ
শিণ্ডে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত কিনা জানতে চাইলে রাউত বলেছিলেন, 'আমরা ইতিমধ্যেই তাঁকে বৈঠকের জন্য মুম্বইতে আসার আহ্বান জানিয়েছি। এই আর্জি ফোনে করা হয়েছিল, পাশাপাশি মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভ সেশনের মাধ্যমে আবেদন করেছিলেন। কিন্তু যতক্ষণ না বিদ্রোহী বিধায়ক এবং শিণ্ডে মুম্বইয়ে ফিরছেন, ততক্ষণ কিছু বলা বা করা যাবে না।'
সেনার বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিণ্ডে বুধবারই টিভি নিউজ চ্যানেলের কাছে দাবি করেন যে, তাঁর কাছে ৪৬ জন বিধায়কের সমর্থন রয়েছে এবং এই সংখ্যা বাড়ছে। মহা বিকাশ আগাদি (এমভিএ) জোটে গিয়ে শিবসেনা প্রবল আঘাত পেয়েছে।
এদিকে, শিবসেনা সূত্রে জানা গেছে, উদ্ধব ঠাকরে যিনি দলের সিনিয়র নেতা ও সাংসদের সঙ্গে বৈঠক করতে চলেছেন, তিনি সম্ভবত একটি বড় ঘোষণা করতে পারেন। সেনার এক সিনিয়ার নেতার কথায়, 'দলের প্রদান একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারেন। তিনি পদত্যাগ করতে পারেন। আদিত্য ঠাকরে ইতিমধ্যেই তার টুইটার হ্যান্ডেল থেকে মন্ত্রী শব্দটি সরিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীও মাতোশ্রীতে চলে এসেছেন।'
শিবসেনার এক প্রাক্তন সাংসদ বলেছেন, 'একনাথ শিণ্ডে এমন কোন প্রস্তাব দেননি যে উদ্ধব ঠাকরে তাঁর কাজ চালিয়ে যাবেন। ঠাকরের জন্য কার্যত সব শেষ হয়ে গিয়েছে।' শিবসেনার মতো, এনসিপিও এমভিএ সরকারের পতন আসন্ন বলেই মনে করছে। ভবিষ্যতের পদক্ষেপের জন্য মুম্বইতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন শরদ পাওয়ার।