সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০০৭ সালে গোরখপুরে বিদ্বেষমূলক বক্তব্য মামলায় সুপ্রিম কোর্টর প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চ রায়ে জানিয়েছে যে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে না। এক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে সম্মতি দিয়েছে দেশের শীর্ষ আদলত। মুখ্যমন্ত্রী যোগীর বিরুদ্ধে মামলা করার অনুমতি না দেওয়ার এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল।
এর আগে ২০১৭ সালের মে মাসে, রাজ্য সরকার মামলা চালানোর অনুমতি প্রত্যাখ্যান করেছিল। তখন সরকার বলেছিল, এ মামলায় যথেষ্ট প্রমাণ নেই। রাজ্য সরাকারের সিদ্ধান্তকে ২০১৮ সালে বহাল রেখেছিল এলাহাবাদ হাইকোর্ট।
এরপরই মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। যোগীর বিদ্বেষ মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ জানিয়েছে যে, এই পিটিশনের কোনও ভিত্তি নেই। তাই যোগীর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য মামলা চলার অনুমতি খারিজ করা হচ্ছে।