Advertisment

বদলাতে পারে অঙ্ক! রাষ্ট্রপতি নির্বাচনে কার দিকে ঝুঁকে আপ? খোলসা শেষ মুহূর্তে

সেই বৈঠকে আপের ১১ সদস্যের রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
arvind_kejriwal

বোমা ফাটালেন কেজরিওয়াল

গুজরাত ও হিমাচলপ্রদেশ নির্বাচনের দিকে তাকিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই সমর্থন করতে চায় আম আদমি পার্টি। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে আপ সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় তিনি ৪ লক্ষেরও বেশি ভোট পেতে চলেছেন। তবে, এখনও পর্যন্ত যা হিসেব, তাতে এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর ৬.৬০ লক্ষ ভোট পাওয়া নিশ্চিত। একইসঙ্গে রাষ্ট্রপতি হওয়াও নিশ্চিত। এই পরিস্থিতিতে মুখ বাঁচাতে দ্রৌপদীর সঙ্গে যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের ব্যবধান কমানোই বিরোধী রাজনৈতিক দলগুলোর এখন প্রধান লক্ষ্য।

Advertisment

তার মধ্যেই বিরোধীদের খুশির খবর দিয়ে আম আদমি পার্টি জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বাড়িতেই এক বৈঠক করেছেন। সেই বৈঠকে আপের ১১ সদস্যের রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই বৈঠক দিল্লিতে কেজরিওয়ালের বাড়িতেই হয়েছে। দিনভর চলা বৈঠকেই আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, দলের বিধায়ক-সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে ভোট দেবেন।

আরও পড়ুন- গুজরাত দাঙ্গার পিছনে আহমেদ প্যাটেল! বিবৃতি দিয়ে সিটের অভিযোগ অস্বীকার কংগ্রেসের

এর আগে গত একমাস ধরে জল্পনা চলছিল, রাষ্ট্রপতি নির্বাচনে আপ কোনদিকে থাকে, সেই নিয়ে। শেষ পর্যন্ত শনিবার তা স্পষ্ট করলেন আপ নেতৃত্ব। সোমবারই রাষ্ট্রপতি নির্বাচন। হাতে মোটে একদিন। তার ঠিক আগে আপ তাদের সিদ্ধান্ত জানানোয় স্বভাবতই খুশির হাওয়া বিরোধী শিবিরে। এর আগে গত ২১ জুন, বিরোধীরা যশবন্ত সিনহাকে তাদের প্রার্থী ঘোষণার পর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান তথা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছিলেন, আপ যশবন্ত সিনহাকেই সমর্থন করবে।

বিজেপি তথা এনডিএর তরফে আপকে অনুরোধ করা হয়েছিল দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য। কিন্তু, আপ তাতে রাজি হয়নি বলেই জানিয়েছিলেন পাওয়ার। যদিও সেনিয়ে আপ মুখ খোলেনি। কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি তাদের অবস্থান খোলসা করতে চায়নি। চলতি সপ্তাহের গোড়ায় তাঁর চণ্ডীগড় সফরেও যশবন্ত সিনহা পঞ্জাবের আপ বিধায়কদের সঙ্গে বৈঠক করেননি। যাতে জল্পনা আরও বেড়েছিল। শনিবার সেই জল্পনারই অবসান ঘটল।

Read full story in English

AAP President of India Kejriwal
Advertisment