ভীত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লা। জম্মু-কাশ্মীর ছাড়ার কথা বললেই ভয় পাচ্ছেন। শনিবার নিজেই এই দাবি করেছেন ওমর। কারণ দেশে এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে 'মুসলমানরা একমাত্র লক্ষ্য'।
সীমান্ত শহর পুঞ্চে দলীয় কর্মীদের উদ্দেশে ওমর বলেছেন: 'খুব বিপজ্জনক খেলা হচ্ছে।' তাঁর দাবি,'সবকিছুই আক্রমণের মুখে।' ওমরের দাবি, 'আমাদের মসজিদে আজান হয়, এতে তাদের সমস্যা আছে। আমরা হালাল মাংস খাই, তাতেও সমস্যা। আমাদের কিছু মেয়ে, বোন কলেজে হিজাব পরতে চায়, সমস্যা তাতেও রয়েছে। সব কিছুতেই সমস্যা।'
দেশে সাম্প্রদায়িক মেরুকরণ নিয়ে এর আগেও সরব হয়েছেন ওমর। ২৭ এপ্রিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, 'ভারতে জম্মু-কাশ্মীর অন্তর্ভূক্তির সময় আমাদের বলা হয়নি যে একটি ধর্মকে গুরুত্ব দেওয়া হবে এবং অন্যদের দমন করা হবে। এটা যদি আমাদের জানানো হতো, তাহলে হয়তো আমাদের সিদ্ধান্ত অন্য কিছু হতো।'
শনিবারের মন্তব্যের জন্য ওমর জম্মুর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা পুঞ্চকে বেছে নেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ।
দেশজুড়ে হিংসা, দমনপীড়ন নিয়ে কথা বলতে গিয়ে ওমরের জিজ্ঞাস্য যে, 'শুধুমাত্র একটি সম্প্রদায়ের লোকেরাই কী অবৈধ কাজ করছেন। অবৈধ নির্মাণ করছে? আর যখন বুলডোজার চলে, তখন তা কেবল একতরফা চলে।'
এনসি নেতা এমর আবদুল্লার দাবি, 'হিন্দুস্তানে প্রতিটি ধর্মকে সমানভাবে এবং বৈষম্যহীনভাবে দেখা হয়। কিন্তু সেই হিন্দুস্তানের অনবরত ধ্বংস হচ্ছে।'
ওমর ধর্মীয় ভিত্তিতে দেশবাসীকে বিভক্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে মানুষকে সতর্ক করেছেন। বলেছেন, 'যদি জম্মু ও কাশ্মীরে সবকিছু খারাপ হয় তবে সেগুলি সবার জন্য খারাপ। বিজেপি সরকার কোনও কাজ করেনি যাতে অগ্রগতি হয়েছে, কিছু মানুষের যাদের জীবন সহজ হয়েছে। সবাই অসুখী।' সমস্যা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
Read in English