Advertisment

অমিত শাহ পা রাখতেই বিজেপির সঙ্গে জোটে থাকার কথা ঘোষণা AIADMK'র

ধর্মীয় যাত্রা নিয়ে যতই বিবাদ হোক, নির্বাচনের প্রাক্কালে বিজেপির সঙ্গেই জোটে থাকার কথা ঘোষণা করল তামিলনাড়ুর শাসকদল এআইএডিএমকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ধর্মীয় যাত্রা নিয়ে যতই বিবাদ হোক, নির্বাচনের প্রাক্কালে বিজেপির সঙ্গেই জোটে থাকার কথা ঘোষণা করল তামিলনাড়ুর শাসকদল এআইএডিএমকে। শনিবার চেন্নাইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মধ্যেই জোটসঙ্গী থাকার কথা ঘোষণা করল এআইএডিএমকে। মুখ্যমন্ত্রী এডাপাড্ডি পালানিস্বামী এবং তাঁর ডেপুটি ও পন্নিরসেলভম একথা নিশ্চিত করেছেন। আর মাস ছয়েক বাদেই তামিলভূমে বিধানসভা নির্বাচন।

Advertisment

এদিন একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইয়ে আসেন অমিত শাহ। বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। পালানিস্বামীর দৃঢ় বিশ্বাস, বিজেপির সঙ্গে জোট করে শুধু প্রধান বিরোধী দল ডিএমকে-কে হারানোই নয়, বরং আরও বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরবে এআইএডিএমকে। এই ঘোষণার পরই রাজ্যে শাসকদল এবং বিজেপির মধ্যে সংঘাতের আবহে যবনিকা পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন কোভিড বিধি ভেঙে মিছিল, গ্রেফতার ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনের ছেলে

তবে গত লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ভরাডুবি হয়েছিল বিজেপি এবং এআইএডিএমকের। খারাপ প্রদর্শনের জেরে দুই দলের মধ্যে পারস্পরিক দোষারোপের পালা চলছিল। তার উপর সম্প্রতি ভেত্রি ভেল যাত্রা ঘিরে সংঘাত আরও তীব্র হয় দুই পক্ষের মধ্যে। ড্যামেজ কন্ট্রোলে এদিন আসেন অমিত শাহ। ৬৭,৩৭৮ কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনের পাশাপাশি তিনি রাজনৈতিক বার্তাও দিতে আসেন বলে মনে করা হচ্ছে। তাঁর দুই দিনের সফরের মধ্যেই বিজেপির সঙ্গে জোটে থাকার কথা ঘোষণা করল এআইএডিএমকে। শাহ এদিন বলেন, পালানিস্বামী এবং পন্নিরসেলভমের নেতৃত্বে রাজ্যে উন্নয়ন কর্মযজ্ঞ নতুন দিশা পেয়েছে। আগামিদিনেও যাতে তা বজায় থাকে সেই চেষ্টাই করবে দুই দল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp amit shah tamil nadu AIADMK
Advertisment