scorecardresearch

শত্রু যখন বিজেপি, শিবসেনা নেতৃত্বাধীন জোটের অংশীদার হতে আগ্রহী ওয়েইসির AIMIM

ইতিমধ্যই সেই জোটের প্রস্তাব মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পর্যন্ত পৌঁছে গিয়েছে।

AIMIM says it wants to tie up with MVA in maharastra Sena rejects offer
উদ্ধব ঠাকরে, আসাদউদ্দিন ওয়েইসি

শিবিসেনা ও অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম, পরস্পর বিরোধী আদর্শের দুটি রাজনৈতিক দল। কিন্তু, বিজেপিকে ঠাকাতে বালাসাহেব ঠাকরে প্রতিষ্ঠিত শিবসেনার সঙ্গে হাত মেলাতে আগ্রহী আসাদউদ্দিন ওয়েইসির দল। মহারাষ্ট্রে পুরসভা ভোট আসন্ন। পদ্মের সুবিধায় বিরোধী ভোট ভাগ রুখতে তাই মহা বিকাশ আগাড়ি জোটের অংশ হতে চায় এআইএমআইএম। ইতিমধ্যই সেই জোটের প্রস্তাব মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পর্যন্ত পৌঁছে গিয়েছে।

এআইএমআইএম মুখপাত্র ইমতিয়াজ জলিল শনিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘মহা বিকাশ আগারির সঙ্গে জোট বাঁধতে আমরা প্রস্তুত। বিজেপির মত সাম্প্রদায়িক দলকে ক্ষমতা থেকে দূরে রাখতেই এই উদ্যোগ।’

এক্ষেত্রে উত্তরপ্রদেশে ভোট সমীকরণের উদাহরণ টেনে আনেন জলিল। বলেছেন, ‘বিএসপি সাংসদরা এআইএমআইএমের সঙ্গে জোটে আগ্রহী ছিলেন। আমরাও চেষ্টা করেছিলাম। কিন্তু মায়াবতীজি জোট চাননি। সবাই জানে ফলাফল কী হয়েছে।’

কেন হঠাৎ বিপরীত মেরুর আদর্শভিত্তিক একটি দলের নেতৃত্বধীন জোটে যেতে আগ্রহী আসাউদ্দীনের দল? এআইএমআইএম মুখপাত্র ইমতিয়াজ জলিল বলেন, ‘বিরোধী জোট ভাগ করা যাবে না। গোয়ায় বিরোধী ভোট ভাগ হওয়ায় বিজেপি ক্ষমতায় এসে গেল। আমরা চাই বিজেপি বিরোধী সব দলে একত্রে লড়াই করুক। বিজেপি যাতে কোথাউ ক্ষমতায় না আসতে পারে তা দেখতে হবে।’

ইমতিয়াজ জলিলের কথায়, ‘আগাড়ি জোট আপাতত চিন চাকার একটি যান। আরও একটি দল যোগ দিলে তা চার তচাকার হবে। ফলে পোক্ত হবে জোট।’ আগাড়ি জোটের মন্ত্রী রাজেশ তোপের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ঝোটে যোগদানের প্রস্তাব দিয়েছে এআইএমআইএম।

সম্প্রতি জলিলের মায়ের স্মৃতির উদ্দেশ্যে এক অনুষ্ঠানে মন্ত্রী রাজেশ তোপে তাঁর বাড়িতে গিয়েছিলেন। আলোচনার মাঝে তোপে বলেছিলেন যে, এআইএমআইএমের জন্যই কংগ্রেস-এনসিপি ভোটে হেরে যাচ্ছে। তখনই মন্ত্রীকে তোপে প্রস্তাব দেন যে, বিজেপিকে হঠাতে আগাড়ি জোটের সঙ্গী হতে পারে এআইএমআইএম।

তবে, প্রস্তাব শুনেই গর্জে উঠেছেন শিবসেনা সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত। তাঁর কথায়, ‘ছত্রপতি সম্ভাজিকে নির্মনভাবে যে খুন করেছে সেই, ঔরঙ্গজেবের সমাধির সামনে যাঁরা মাথা নত করেন তাঁদের সঙ্গে আমাদের জোটের কোনও প্রশ্নই নেই।’

পাল্টা জলিলের দাবি, ‘ঔরঙ্গজেব ভারতের ইতিহাসের অঙ্গ। আমরা তা অস্বীকার করতে পারি না। আমরা ওঁর সমাধির সামনে মাথা নত করি না। রাজনৈতিক স্বার্থে শিবসেনা ছত্রপতি শিবাজীর নাম নেয়, কিন্তু আমরা শিবাজীকে মারাঠা যোদ্ধা হিসাবেই শ্রদ্ধা করি।’

এআইএমআইএমের মুখপত্রর কথায়, ‘শিবসেনা আসন্ন পুরভোটে আমাদের সঙ্গে জোটে আগ্রহী না হলে ধর্মনিরপেক্ষ জোটের স্বার্থে কংগ্রেস ও এনসিপির সঙ্গে আসন সমঝোতা হতেই পারে।’ বিজেপিকে রুখতে বিরোধী জোটের অংশ হতে মরিয়া আসাদউদ্দিন ওয়েইসির দল।

Read in English

Stay updated with the latest news headlines and all the latest National news download Indian Express Bengali App.

Web Title: Aimim says it wants to tie up with mva in maharastra sena rejects offer