Advertisment

মোদী-স্তুতি করে কংগ্রেসের 'চক্ষুশূল' গুলাম নবী আজাদ, জম্মুতে পুড়ল তাঁর কুশপুতুল

সাফাই দিতে আসরে নামলেন আরেক শীর্ষ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোদী-স্তুতির দুদিন পরই জম্মুতে কুশপুতুল পোড়ানো হল আজাদের।

কংগ্রেসের দলীয় অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করায় জম্মুতে কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন খোদ দলের কর্মীরাই। মোদী-স্তুতির দুদিন পরই জম্মুতে কুশপুতুল পোড়ানো হল আজাদের। মঙ্গলবার এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই সাফাই দিতে আসরে নামলেন আরেক শীর্ষ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। বললেন, আজাদের মতোই দলের প্রত্যেকেরই ক্ষোভ প্রকাশের স্বাধীনতা আছে।

Advertisment

একইসঙ্গে বাংলায় আসন্ন নির্বাচনে আইএসএফের সঙ্গে জোট করায় প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর পাশে দাঁড়াল দল। এই ইস্যুতে শীর্ষ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার কটাক্ষের পর বাদানুবাদে জড়ান অধীর। তিনি জানিয়ে দেন, বিজেপির বিরুদ্ধে লড়াই-ই হল আসন উদ্দেশ্য। এই নিয়ে ভোটের মুখে কংগ্রেসের অন্তর্কলহের ছবি ফের সামনে চলে এসেছে।

আজাদের কুশপুতুল পোড়ানোর ঘটনায় কংগ্রেস মুখপাত্র সিংভির সাফাই, "আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই প্রশ্ন শুনে। স্বাধীন দেশে আজাদের বাক স্বাধীনতা বা অন্যদের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? এটা গণতান্ত্রিক পদ্ধতি। মানুষের অধিকার নিয়ে কীভাবে প্রশ্ন উঠতে পারে! যাঁরা আজাদের কথায় ভুল বুঝেছে বা তাঁর মন্তব্যকে পছন্দ করেননি, তাঁদেরও সমান অধিকার আছে প্রতিবাদ জানানোর। আজাদও তাই করেছেন। তেমনই আমরা, আপনার, সবার প্রতিবাদ জানানোর অধিকার আছে। এতে অসুবিধার কী আছে আমি বুঝতে পারছি না।"

মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহনওয়াজ চৌধুরির নেতৃত্বে কংগ্রেস কর্মীরা আজাদের মন্তব্যের প্রতিবাদ জানান। তাঁর বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। পোড়ানো হয় আজাদের কুশপুতুল। এর পাল্টা আজাদের অনুগামীরা একই জায়গায় বিক্ষোভ দেখান শাহনওয়াজের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে।

Adhir Chowdhury CONGRESS Ghulam Nabi Azad
Advertisment