/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/Kapil-Sibal.jpg)
বিহার বিধানসভা ও অন্যান্য রাজ্যে উপনির্বাচনে হতশ্রী পারফরম্যান্সের জন্য দলীয় নেতৃত্বকে বিঁধেছিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাক্ষাৎকারের জেরে সিব্বলকে নিয়ে অস্বস্তি বাড়ছে কংগ্রেসের মধ্যে। অনেকেই সিব্বলের এই মন্তব্যকে ভাল চোখে নেননি। এবার দলের শীর্ষ নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সিব্বলকে কটাক্ষ করলেন। একাধিক টুইট করে গেহলটকে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার জন্য ভর্ৎসনা করেছেন।
পরপর নির্বাচনে খারাপ প্রদর্শনের পর কপিল সিব্বল বলেছিলেন, "সমস্যা বোঝার চেষ্টা করছে না শীর্ষ নেতৃত্ব। মানুষ কংগ্রেসকে বিকল্প হিসাবে গ্রহণ করছে না, এই সত্যটা উপলব্ধি করার সময় এসেছে। দলের হতশ্রী দশা কারও চোখে পড়ছে না। আমরা দেখতেই চাইছি না। আমাদের কাজ হল দলকে পুনরুজ্জীবিত করা। এবং আমরা যদি সামনে এসে এই সত্যিটা স্বীকার না করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।" সিব্বলের এই পরামর্শের পক্ষে সায় দিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম। তিনি বলেছেন, "আমাদের এবার আত্মসমীক্ষা করা উচিত।"
সিব্বলের মন্তব্যের জেরে কংগ্রেসের মধ্যে গৃহযুদ্ধ স্পষ্ট। এই অবস্থায় গেহলট পাল্টা দিয়েছেন টুইট করে। বলেছেন, "দলের অভ্যন্তরীণ ইস্যুকে মিডিয়ার সামনে প্রকাশ করার কোনও মানে হয় না। গোটা দেশের দলীয় কর্মীদের আবেগকে আঘাত করা হয়েছে। ১৯৬৯, ১৯৭৭, ১৯৮৯ এবং পরে ১৯৯৬ সালেও কংগ্রেসে ডামাডোল তৈরি হয়েছিল। কিন্তু প্রত্যেকবার শক্তিশালী হয়ে সমস্যা ঝেড়ে ফেলে এগিয়ে গিয়েছে দল। দলীয় নেতৃত্ব, আদর্শ এবং কর্মসূচির উপর বিশ্বাস রাখি আমরা।"
There was no need for Mr Kapil Sibal to mentioned our internal issue in Media, this has hurt the sentiments of party workers across the country.
1/— Ashok Gehlot (@ashokgehlot51) November 16, 2020
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন