দেশের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নেতৃত্ব দিতে এগিয়ে আসুন। রবিবার সালেমে রাহুল গান্ধীর কাছে এই প্রস্তাব রাখলেন এমকে স্টালিন। এদিন ভোটমুখী তামিলনাড়ুতে একটি নির্বাচনী জনসভা করে ডিএমকে এবং কংগ্রেস। ঘটনাচক্রে এই দুই দল দক্ষিণের সেই রাজ্যে শরিক হিসেবে লড়ছে এনডিএ-র বিরুদ্ধে।
সেই জনসভা থেকে করুণানিধি পুত্র বলেন, ‘কেন্দ্রের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াই সংগঠিত হোক। রাহুল গান্ধীর কাছে আমার বিনীত অনুরোধ আপনি এগিয়ে আসুন। কেন্দ্রের ফ্যাসিবাদী সরকারের হাতে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব এখন দেশকে রক্ষা করা। লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা ভোট তামিলনাড়ুর ধরমনিরপেক্ষ জোট বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখেছে। এবার ভোটেও একই লড়াইয়ের পুনরাবৃত্তি হবে।‘
এআইডিএমকে-র শক্ত ঘাটি হিসেবে পরিচিত সালেমের এই সভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধীও। তিনি বলেন, ‘আগে তামিলনাড়ু থেকে বিজেপিকে সরাতে হবে। তারপর দিল্লি থেকে সরাতে হবে। আরএসএস এবং বিজেপির প্রচুর টাকা। কোনও তামিল অমিত শাহ কিংবা সঙ্ঘের পা ছুঁতে চায় না। তাহলে এখন প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন আরএসএস আর অইমিত শাহের বশে থাকেন? মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে মাথা নত করতে চায় না। কিন্তু উনার আশঙ্কা প্রধানমন্ত্রী ইডি আর সিবিআইকে নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিপরায়ণ।‘ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন হবেন। এমন ঘোষণাও এদিন সভামঞ্চ থেকে করেন রাহুল গান্ধী।
এদিকে, আসন্ন তামিলনাড়ু বিধানসভা ভোটের জন্য নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলো বিজেপি। এই ইস্তাহারে কৃষকদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি আর ভিকে সিংয়ের উপস্থিতিতে এই ইস্তাহারে প্রকাশ করা হয়েছে।
পাঁচ বছরে ৫০ লক্ষ কর্মসংস্থান এবং বিনিয়োগের দিক থেকে দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে তুলে ধরা। প্রতি জেলায় একটি করে মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করা। এই প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহারে। পাশাপাশি ১৮-২৩ বছর বয়সী মহিলাদের বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স বিতরণের প্রতিশ্রুতি রয়েছ।