আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল শাসকদল বিজেপি। মঙ্গলবার লখনউয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোককল্যাণ সংকল্প পাত্র নামে সেই ইস্তেহার প্রকাশ করেন। কিংবদন্তী সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের জন্য এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান পিছিয়ে দিয়েছিল বিজেপি।
এদিন প্রকাশিত ইস্তেহারে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল লাভ জিহাদের জন্য বিজেপির প্রতিশ্রুতি। ইস্তেহারে বলা হয়েছে, লাভ জিহাদের অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল এবং সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা নেওয়া হবে অভিযুক্তের কাছ থেকে। এছাড়াও কৃষকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। কৃষক আন্দোলনের কথা মাথায় রেখে পশ্চিম উত্তরপ্রদেশে ভাল ফল করতে মরিয়া বিজেপি।
ইস্তেহারে বলা হয়েছে, কৃষকদের জন্য ফ্রি-বিদ্যুৎ থাকবে। কৃষিকাজের জন্য কৃষকদের সহায়তায় এই ঘোষণা। এছাড়াও গম এবং ধান ন্যূনতম সহায়ক মূল্যের ব্যবস্থা হবে। কলেজে ছাত্রীদের জন্য রানি লক্ষ্মীবাঈ যোজনার অধীনে বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। ৬০ বছরের ঊর্ধ্বে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিবহণ।
আরও পড়ুন ‘আবকি বার অখিলেশ ৩০০ পার’, লখনউতে বিজেপিকে নিশানা করে পাল্টা স্লোগান মমতার
প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অধীনে দীপাবলি এবং হোলিতে দুটি করে গ্য়াস সিলিন্ডার বিনামূল্যে দেবে সরকার। এদিন যোগী আদিত্যনাথ বলেন, বিজেপির পাঁচ বছরের শাসনকালে সব প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার। রাজ্যে আইন-শৃঙ্খলা অনেক উন্নত হয়েছে। মেয়েরা রাজ্যে সুরক্ষিত রয়েছেন এবং দাঙ্গা-অশান্তিও হয় না।