Advertisment

বুথফেরত সমীক্ষা: উত্তরপ্রদেশে ফের যোগী সরকার-ই, পঞ্জাবে ক্ষমতায় আসছে আপ

উত্তরাখণ্ড এবং গোয়ায় বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP to retain UP with reduced majority; AAP to unseat Congress in Punjab

পাঁচ রাজ্যে কে ক্ষমতায়, পূর্বাভাস বুথফেরত সমীক্ষায়।

দীর্ঘ এক মাসের ব্যবধান, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হল আজ, সোমবার। এদিন উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হল। আর সেইসঙ্গে পাঁচ রাজ্যের বুথফেরত সমীক্ষাও চলে এসেছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী, পঞ্জাবে বিরাট জয় পেতে চলেছে আম আদমি পার্টি। ১১৭ আসনের মধ্যে ৭৬-৯০টি আসন পেতে চলেছে আপ।

Advertisment

এদিকে, উত্তরপ্রদেশে কোনও অঘটন হচ্ছে না। ২০১৭-র মতো বাইশেও বিজেপিই বিধানসভায় জিততে চলেছে বলে মোটামুটি সব সংস্থাই বুথফেরত সমীক্ষায় জানিয়েছে। উত্তরপ্রদেশের মসনদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরছে যোগী সরকার। তবে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলবে সপা-আরএলডি জোট। তবে ইতিহাস বলছে, অনেক সময় বুথফেরত সমীক্ষা মেলে না।

উত্তরাখণ্ডে বিভিন্ন সংস্থার সমীক্ষা নানান মত দিচ্ছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস বলছে, উত্তরাখণ্ডে ক্ষমতায় কংগ্রেস। আবার টাইমস নাও বলছে বিজেপি ফিরছে ক্ষমতায়। ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী, গোয়ায় ক্ষমতায় কংগ্রেস। এই রাজ্যে এবার বহুমুখী লড়াই হয়েছে। শাসক বিজেপি জোটের বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেস জোট, তৃণমূল, আপ এবং অন্য দলগুলি।

আরও পড়ুন পরিকল্পিত বিশৃঙ্খলা, হেরে গিয়ে নাটক বিজেপির: মুখ্যমন্ত্রী

তবে পঞ্জাব নিয়ে সব সংস্থারই একই রিপোর্ট, সমীক্ষা অনুযায়ী পঞ্চনদের রাজ্যে হই হই করে ক্ষমতায় আসছে কেজরিওয়ালের দল। অনেক পিছনে থাকছে বিদায়ী শাসকদল কংগ্রেস। অন্যদিকে, উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে বিজেপিই ক্ষমতায় থাকছে বলে সমীক্ষায় পূর্বাভাস।

Uttar Pradesh Election Punjab Election 2022 Uttarakhand Poll 2022 UP Elections 2022 Manipur Poll 2022 Goa Election 2022
Advertisment