উপত্যকায় ফের খুন বিজেপি কর্মী৷ দক্ষিণ কাশ্মীরের কুলগামে বাড়ির কাছে বিজেপি কর্মী জাভেদ আহমেদ দারকে গুলি করে খুন করল জঙ্গিরা৷ মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ কুলগামের ব্রাজলু জাগির এলাকার কাছে জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন বিজেপি কর্মী৷ এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডের দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠন৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ ও নিরাপত্তারক্ষীরা৷
কাশ্মীরে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে৷ দিন কয়েক আগেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে বিজেপি নেতা নেতা জসবীর সিংয়ের বাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা৷ অতর্কিতে চালানো ওই হামলায় গুরুতর জখম হন বিজেপি নেতা-সহ তাঁর পরিবারের ৭ সদস্য৷ পরে হাসপাতালে মৃত্যু হয়েছে বিজেপি নেতার পরিবারের একটি শিশুর৷ পাকিস্তানের মদতেই উপত্যকায় একের পর বিজেপি নেতার উপর সন্ত্রাসবাদী হামলা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন জম্মু কাশ্মীরে দলের প্রধান রবিন্দর রায়না৷
আরও পড়ুন- সংক্রমিত মাত্র এক জন! তাতেই লকডাউন ঘোষণা ‘আতঙ্কিত’ প্রধানমন্ত্রীর
সেই ঘটনার কয়েকদিনের মাথায় উপত্যকায় ফের জঙ্গি নিশানায় গেরুয়া দলের কর্মী৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ কুলগামে বাড়ির কাছেই বিজেপি কর্মী জাভেদ আহমেদ দারকে ঘিরে ধরে অজ্ঞাতপরিচয় কয়েকজন সশস্ত্র জঙ্গি৷ ব্রাজলু জাগির এলাকায় বিজেপি কর্মী জাভেদকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাভেদ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ পরে এলাকায় পৌঁছে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ ও নিরাপত্তারক্ষীরা৷ গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে৷
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন