Advertisment

'কম্পার্টমেন্টাল' মুখ্যমন্ত্রীকে বিধানসভার সদস্য করতে পদক্ষেপ, পদত্যাগ বিজেপি বিধায়কের

পরাজিত ধামিতেই ভরসা রেখেছে বিজেপি নেতৃত্ব।তাঁকেই ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
champawat bjp Kailash Chandra Gahtori vacates seat for Uttarakhand CM dhami

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

বাইশের বিধানসভা ভোটে উত্তরাখণ্ডজুড়ে গেরুয়া পতাকা উড়েছে। কিন্তু, সেনাপতি পরাজিত হয়েছিলেন। ভোটে হেরে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তবুও, তাঁর উপরই ভরসা রেখেছে বিজেপি নেতৃত্ব। পরাজিত ধামিকেই ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এবার তাঁর বিধানসভায় প্রত্যাবর্তনের চেষ্টা শুরু হল।

Advertisment

বিজেপির কৈলাশ চন্দ্র গাহতোরি বৃহস্পতিবার চম্পাওয়াত আসনের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। এই ইস্তফার মাধ্যমে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির এই কেন্দ্র থেকে বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ প্রশস্ত হল।

বিজেপি সূত্র খবর, গাহতোরি উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রিতু খান্দুরির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পরপরই মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন কৈলাশ চন্দ্র গাহতোরি।

সাম্প্রতি উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেও, ধামি তাঁর বিধানসভাকেন্দ্র খাটিমা থেকে জিততে পরাজিত হয়েছিলেন। এদিনে সংবিধান অনুসারে, মুখ্যমন্ত্রীর পদে থাকার জন্য কাউকে ছয় মাসের মধ্যে রাজ্য বিধানসভার সদস্য হতে হয়। তার অনেক আগেই অবশ্য কৈলাশ চন্দ্র গাহতোরি পদত্যাহ করলেন।

ধামি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তাঁর জন্য নিজের বিধায়নসভা আসন থেকে ইস্তফা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গাহতোরি। সেই সময় গাহতোরি বলেছিলেন যে, 'মুখ্যমন্ত্রী যদি চম্পাওয়াত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে এটি আমার জন্য সম্মানের হবে।'

Read in English

bjp Uttarakhand Uttarakhand CM Pushkar Singh Dhami
Advertisment