উপত্যকায় ফের জঙ্গি নিশানায় বিজেপি নেতা৷ জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় বিজেপি নেতার বাড়িতে গতকাল রাতে হামলা চালায় একদল জঙ্গি৷ বিজেপি নেতা জসবীর সিংয়ের বাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা৷ অতর্কিতে চালানো এই হামলায় গুরুতর জখম হয়েছেন বিজেপি নেতা-সহ তাঁর পরিবারের ৭ সদস্য৷ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে মাত্র ৩ বছর বয়সী একটি শিশুর৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজৌরিতে বিজেপি নেতা জসবীর সিংয়ের বাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা৷ গ্রেনেড হামলায় গুরুতর জখম হয়েছেন বিজেপি নেতা জসবীর নিজেও৷ তিনি ছাড়াও তাঁর পরিবারের প্রত্যেক সদস্য আহত হয়েছেন৷ গতকাল রাতে এই হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ৷ আহত বিজেপি নেতা-সহ তাঁর পরিবারের সদস্যদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় জখম শিশুর৷
আরও পড়ুন- কানপুরে মুসলিম যুবককে নিগ্রহ, ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে চাপ, গ্রেফতার ৩
দলীয় নেতার বাড়িতে বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতারা। এদিকে, বিজেপি নেতা জসবীর সিংয়ের উপর জঙ্গি হামলার আশঙ্কা থাকলেও তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁর আত্মীয়রা৷ এমনকী বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যেও ক্ষোভ রয়েছে৷ বৃহস্পতিবার রাতে এই হামলার পরেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা এলাকায় তল্লাশি চালায়। দলের নেতার উপর এই হামলা নিয়ে পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছেন জম্মু কাশ্মীরের বিজেপি প্রধান রবিন্দর রায়না৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানের মদতেই বিজেপি নেতাদের উপর সন্ত্রাসবাদী হামলা হচ্ছে।’’
রাজৌরিতে বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হামলার প্রতিবাদে সোচ্চার কংগ্রেসও৷ শুক্রবার এই হামলার কড়া নিন্দা করেছে উপত্যকার কংগ্রেস নেতৃত্ব। দলের কাশ্মীর শাখার প্রধান মুখপাত্র রবীন্দ্র শর্মা বলেন, “সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে৷ গোটা জেলায় নিরাপত্তা আরও বাড়াতে হবে৷ সীমান্তের ওপারের সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ।”
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন