উত্তরাখণ্ডের মতো হিমাচল প্রদেশ অভিন্ন দেওয়ানি বিধি জারি করার পক্ষে। এমনটাই জানিয়েছেন হিমাচলের বিজেপি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি জানান, অভিন্ন দেওয়ানি বিধি একটি 'ভাল পদক্ষেপ'। হিমাচল প্রদেশ সরকার ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি জারি করা যায় কি না, তা খতিয়ে দেখেছে। এবার, তা জারি করবে।
চলতি বছরের শেষের দিকে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে ভালো ফলের আশা করছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই প্রতিবেশী পঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসেই প্রতিশ্রুতিমতো পঞ্জাবের বাসিন্দাদের বিনামূল্যে বিদ্যুতের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে আপ সরকার। পঞ্জাবে বিনামূল্যে বিদ্যুতের পরিষেবা চালু হলে, তা হিমাচল প্রদেশেও আপের জনসমর্থন আরও দৃঢ় করবে। কারণ, পঞ্জাবের মতো হিমাচল প্রদেশেও কৃষিক্ষেত্রে বিদ্যুতের ব্যাপক চাহিদা। শুধু তাই নয়, পঞ্জাবের মতো হিমাচল প্রদেশেও অসংখ্য শিখ নাগরিক বসবাস করেন।
আরও খবর- প্রযুক্তি ও নজরদারিই ম্যালেরিয়া নির্মূলের চাবিকাঠি, বলছেন ‘হু’-এর বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন
আসন্ন হিমাচল প্রদেশ নির্বাচন সম্পর্কে দলের এই ধারণার কথা ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন পঞ্জাবের আম আদমি পার্টির অনেক নেতাই। কিন্তু, বিজেপির মুখ তথা হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর হিমাচল প্রদেশে আপের কোনও সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচন হিমাচল প্রদেশ কেজরিওয়ালের দল তৃতীয় স্থান অধিকার করবে। জয়রাম ঠাকুরের কথায়, 'হিমাচল প্রদেশ এক শান্তিপ্রিয় রাজ্য। আপের রাজনীতির ধরন এখানকার সঙ্গে মিলবে না। এই রাজ্য তৃতীয় কোনও বিকল্পকে মেনে নেবে না।'
নয়াদিল্লির হিমাচল ভবনে বসে জয়রাম ঠাকুর সাংবাদিকদের একথা বললেও, আপ ইতিমধ্যেই হিমাচল প্রদেশের রাজনীতিতে দাগ কাটতে শুরু করেছে। এমনটাই দাবি করেছেন হিমাচল প্রদেশ আম আদমি পার্টির নেতাদের। তারপরই হিন্দুত্বের তাস খেলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ইচ্ছা প্রকাশ করলেন জয়রাম ঠাকুর। ইতিমধ্যে বিজেপিশাসিত উত্তরাখণ্ড সরকার অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার ইচ্ছা প্রকাশ করেছে। সেই প্রসঙ্গে ঠাকুর জানান, শুধু উত্তরাখণ্ড না, হিমাচল প্রদেশও দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে।
Read story in English