Advertisment

কংগ্রেসের চিন্তন, তিন দশক পর ফের আর্থিক নীতি বদলের ভাবনা

বিজেপির আর্থিক ব্যবস্থাপনার বিরুদ্ধে কটাক্ষর পাশাপাশি, আত্মসমালোচনাও দলের চিন্তন বৈঠকের বড় প্রাপ্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
chidambaram

পিভি নরসিমহা রাওয়ের জমানায় মনমোহন সিংয়ের হাত ধরে মিশ্র অর্থনীতির পথ ছেড়েছিল কংগ্রেস। প্রবেশ করেছিল মুক্ত অর্থনীতির দুনিয়ায়। তিন দশক পর এবার সেই কংগ্রেসই শনিবার দলের আর্থিক নীতি পুনর্গঠনের পথে হাঁটল। ঘরোয়া এবং বিশ্বের উন্নয়নকে মাথায় রেখে এই নীতি বদলের ভাবনা ১০, আকবর জনপথের। শুধু দলীয় আর্থিক নীতি পুনর্গঠনই নয়। পুনর্গঠিত এই নীতির অবস্থান থেকে কেন্দ্রের শাসক দল বিজেপির আর্থিক নীতির বিরুদ্ধেও সরব হল দল। বিজেপির আর্থিক ব্যবস্থাপনার বিরুদ্ধে কটাক্ষর পাশাপাশি, আত্মসমালোচনাও দলের চিন্তন বৈঠকের বড় প্রাপ্তি। যেখানে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট স্বীকার করে নিয়েছেন, জাতীয় অর্থনীতির 'পীড়াদায়ক পরিস্থিতি' দেশবাসীকে বোঝাতে ব্যর্থ হয়েছে দল।

Advertisment

রাজস্থানের উদয়পুরে দলের আর্থিক বিষয়ক প্যানেলের আহ্বায়ক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম বলেন, 'কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ১৯৯১ সালে উদারীকরণের এক নতুন যুগের সূচনা করেছিল। সম্পদ সৃষ্টি, নতুন ব্যবসা, নতুন উদ্যোক্তা, মধ্যবিত্তর সংখ্যা বৃদ্ধি, লক্ষ লক্ষ চাকরি, রফতানি এবং ২৭ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে মুক্ত করার ক্ষেত্রে ১০ বছরে সরকার বড় সাফল্য পেয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক উন্নয়নের কথা মাথায় রেখে ৩০ বছর পর, এই আর্থিক নীতি পুনর্গঠনের চিন্তাভাবনার প্রয়োজন হয়ে পড়েছে। ক্রমবর্ধমান বৈষম্যের প্রশ্নগুলোকে সমাধান করার জন্যই অর্থনৈতিক নীতি পুনর্নির্ধারণের আজ প্রয়োজন। জনসংখ্যার নীচের ১০ শতাংশের মধ্যে চরম দারিদ্র্য, ২০২১ সালের আন্তর্জাতিক ক্ষুধা সূচকে বিশ্বের ১১৬টি দেশের মধ্যে ভারতের ১০১ নম্বরে থাকা, নারী এবং শিশুদের মধ্যে পুষ্টির ব্যাপক ঘাটতির কথা মাথায় রেখেই বদলানো হচ্ছে আর্থিক নীতি।'

আরও পড়ুন- ‘এক পরিবার-একটি টিকিট’, জল্পনাই সার, চিন্তা নেই বেশিরভাগ কংগ্রেস নেতার

সাংবাদিকরা চিদাম্বরমকে প্রশ্ন করেন, তাহলে কি উদারনীতির রাস্তা থেকে পিছু হঠছে দল? জবাবে চিদাম্বরম বলেন, 'আমরা মোটেও উদারীকরণ থেকে পিছু হঠছি না। আমরা দেশীয় এবং আন্তর্জাতিক উন্নয়নের কথা মাথায় রেখে উদারীকরণের পরবর্তী স্তরে এগিয়ে যাচ্ছি। ১৯৯১ সালে মুক্ত অর্থনীতির সূচনার পর ৩০ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে ভারত বদলে গেছে। বিশ্ব বদলে গেছে। সেই কারণে জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়নের কথা মাথায় রেখে আর্থিক নীতি পুনর্গঠনের প্রয়োজন হয়ে পড়েছে। এমন নীতি, যা আমাদের আর্থিক ক্ষেত্রকে শক্ত করবে, সেই নীতির আজ প্রয়োজন পড়েছে।'

Read story in English

P Chidambaram CONGRESS indian economy
Advertisment