Advertisment

'কংগ্রেস টুকরে টুকরে গ্যাংয়ের নেতা', কড়া আক্রমণ মোদীর

'ধন্যবাদ জ্ঞাপন' পর্বে এদিন ভাষণ দিতে গিয়ে শুরু থেকেই এদিন বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Post Assembly elections win, BJP MPs give rousing welcome to PM Narendra Modi in Lok Sabha

লোকসভায় প্রধানমন্ত্রী মোদী।

বাজেট অধিবেশেনর শেষ দিনে রাষ্ট্রপতির বক্তৃতার উপর 'ধন্যবাদ জ্ঞাপন' পর্বে কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতিমারির সময় সংকীর্ণ রাজনীতির দায় কংগ্রেসের উপর চাপান নমো। তাঁর দাবি, আগামী ১০০ বছরেরও হাত শিবির ক্ষমতায় ফিরতে পারবে না। এমনকী, হাত শিবিরকে 'টুকরে টুকরে গ্যাং-য়ের নেতা' বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটিকে আক্রমণে গান্ধী, নেহেরুর নাম তুলে ধরেন তিনি। তুলে ধরেন গত প্রায় ৮ বছরের কেন্দ্রের কাজের খতিয়ান।

Advertisment

বক্তব্যের শুরুতেই এদিন প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী। তারপরই তাঁর আমলে দেশের উন্নয়নের নানা খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

  • 'আজ দেশের দরিদ্র মানুষ গ্যাস সংযোগ, ঘর এবং টয়লেট পাচ্ছে। তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। কিন্তু দুর্ভাগ্যবশত, কিছু লোকের (বিরোধীদের) মন এখনও ২০১৪ সালে আটকে রয়েছে।'
  • 'এতগুলো নির্বাচনে হারার পরও আপনাদের (কংগ্রেস) অহংকারের কোনও পরিবর্তন হয়নি।'
  • লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে প্ররোচিত করার জন্য প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে দোষারোপ করেছেন। বলেছেন, 'মহারাষ্ট্র সরকার মহামারী চলাকালীন অভিবাসীদের ইউপি, বিহারে যেতে দিয়েছে, সেখানে কোভিড ছড়িয়েছে।'
  • 'যাঁরা অন্যদের কটাক্ষ করতেমহাত্মা গান্ধীর নাম ব্যবহার করেন, তাঁরাই বাপুরজির স্বপ্নকে সত্যি হলে সহ্য করতে পারেন না। না হলে বিরোধিরাআপনি কেন আমাদের স্বদেশী উদ্যোগকে সমর্থন করেন না? বিশ্ব যোগের প্রশংসা করে, কিন্তু কংগ্রেস তার মজা করেছে।'
  • 'যদি আমি স্থানীয়দের জন্য ভোকালের কথা বলি, তাহলে কংগ্রেস তা উপেক্ষা করে। সত্যিই কী ওরা ভারতকে আতমনির্ভর তৈরি করতে চান না? কংগ্রেস মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণ করতে চায় না।'
  • 'কোভিড একটি বিশ্ব মহামারী। কিন্তু এটিকে রাজনীতির জন্য ব্যবহার করা হয়েছিল। সংক্রমণের প্রথম ঢেউয়ের সময় কংগ্রেস সমস্ত সীমা অতিক্রম করেছিল।'
  • 'দাসত্বের মানসিকতা যেকোনো জাতির জন্য ঝুঁকির। কিন্তু কেউ কেউ আছেন যারা স্বাধীনতার এত বছর পরেও সেই দাসত্বের মধ্যে আটকে আছেন।' কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর।
  • 'আপনার জন্য, ফাইলই সবকিছু। আমাদের জন্য, ১৩০ কোটি দেশবাসীর জীবন গুরুত্বপূর্ণ। আপনারা ফাইলের মধ্যে হারিয়ে যান, আমরা ১৩০ কোটি ভারতীয়র জীবনের উন্নতিরচেষ্টা করি।'
  • 'আমাদের ক্ষুদ্র কৃষকদেরকে শক্তিশালী করতে হবে। আমাদের মনোযোগ তাদের দিকেই। কিন্তু যাঁরা ক্ষুদ্র কৃষকদের কষ্ট জানেন না তাদের কৃষকদের নামে রাজনীতি করার কোনো অধিকার নেই।'
  • বিরোধী সদস্যদের নিশানা করে কৌতুকের সুরে প্রধানমন্ত্রী বলেন, 'মোদী ছাড়া আপনারা এক মুহূর্তও কাটাতে পারবেন না, আপনারা সকাল থেকেই মোদীর নামের পুনরাবৃত্তি করতে শুরু করেন।'
  • 'আমরা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের সব অমীমাংসিত সমস্যার সমাধানের চেষ্টা করেছি।'
  • 'বিরোধীরা এখানে মুদ্রাস্ফীতির ইস্যু তুলেছেন, তাঁদের সরকার ক্ষমতায় থাকাকালীন তারা বিষয়টি উত্থাপন করলে ভাল হত। মহামারিতেও আমাদের সরকার মুদ্রাস্ফীতি মোকাবেলা করার চেষ্টা করেছিল।২০১৪-২০ সময়কালে মুদ্রাস্ফীতির হার ছিল ৫ শতাংশের নীচে।'
  • '৪০ বছর পরও কংগ্রেস দারিদ্র্য দূর করতে পারেনি, কিন্তু গরিবরা কংগ্রেসের পাশ থেকে সরে গিয়েছে।'
  • 'রাষ্ট্র কোন জাতি বা সরকারের অংশ নয়। আমার কাছে রাষ্ট্র একটি জীবন্ত আত্মা।'
  • 'বিভাজন করে শাসনই কংগ্রেসের নীতি। কংগ্রেস টুকরে টুকরে গ্যাংয়ের নেতা হয়ে উঠেছে। আসলে ওদের ক্ষমতায় আসার ইচ্ছা নেই। আমার আবেদন, ভালো করতে না পারলে খারাপ করবেন না।'

Read in English

CONGRESS PM Narendra Modi modi Modi Government PM Modi
Advertisment