Advertisment

গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেস যেন একটাও ভোট না-পায়, কর্মীদের বার্তা কেজরিওয়ালের

কেজরিওয়াল তাঁর বক্তব্যে বিজেপির বিরুদ্ধেও সরব হন।

author-image
IE Bangla Web Desk
New Update
arvind_kejriwal

বোমা ফাটালেন কেজরিওয়াল

গুজরাতের আহমেদাবাদে দলের ছয় হাজার কর্মী-সমর্থক আম আদমি পার্টিতে বিভিন্ন পদাধিকারী পদে রবিবার দায়িত্ব নিলেন। তাঁদের সেই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। চলতি বছরের শেষের দিকেই গুজরাত বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে কংগ্রেস যেন একটাও ভোট না-পায়, দলীয় পদাধিকারীদের তা নিশ্চিত করার আহ্বান জানালেন কেজরি।

Advertisment

সভায় উপস্থিত ছিলেন আম আদমি পার্টির সর্বভারতীয় সভাপতি গোপাল ইতালিয়া ও প্রবীণ নেতা ইসুদান গাদভি। আহমেদাবাদের নারোদায় আয়োজিত এই কর্মিসভায় গুজরাতে থার্ড ফ্রন্ট গঠনের পক্ষে সওয়াল করেন আম আদমি পার্টির সুপ্রিমো। কংগ্রেস এবং বিজেপি, উভয়ের বিরুদ্ধেই তাঁদের লড়তে হবে। কর্মিসভায় দলীয় পদাধিকারীদের একথা স্পষ্ট বুঝিয়ে দেন আপ সুপ্রিমো।

আরও পড়ুন- হরিয়ানায় বাংলাদেশি খেদাও, মুসলিম বিক্রেতাদের দোকান বয়কটের ডাক সংঘ পরিবারের

তবে, বক্তব্যে কেজরিওয়াল বিজেপির চেয়েও বেশি তোপ দেগেছেন কংগ্রেসকে। তিনি বলেন, 'আমাদের গুজরাতের প্রতি বাড়িতে যেতে হবে। তাঁদের জানাতে হবে দিল্লি আর পঞ্জাবে কী দারুণ কাজ হচ্ছে। কীভাবে আমরা বিদ্যুতের বিল কমিয়ে দিয়েছি। শিক্ষাকে বিনামূল্যের করে দিয়েছি। কংগ্রেসকে ভোট না-দেওয়ার জন্য জনগণকে বোঝাতে হবে। গতবার তাঁরা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। এখন তাঁরা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত কংগ্রেস বিধায়ক দল ছাড়ছে। কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। একথা বুঝিয়ে বলতে হবে প্রতিটি বাড়ির বাসিন্দাদের। আম আদমি পার্টির পদাধিকারীদের নিশ্চিত করতে হবে যাতে গুজরাত বিধানসভা নির্বাচনে একটাও ভোট কংগ্রেসের পক্ষে না-যায়।'

একথা বলার পাশাপাশি, কেজরিওয়াল তাঁর বক্তব্যে বিজেপির বিরুদ্ধেও সরব হন। তিনি বলেন, 'বহু মানুষ আছেন যাঁরা বিজেপির ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। তাঁরা এখন বিজেপিকে হঠাতে চান। কিন্তু, তাঁরা কংগ্রেসকেও অপছন্দ করেন। তাই সেখানেও ভোট দিতে পারছেন না। এই ভোটারদের কাছে কোনও বিকল্প নেই। ভোট দিতে গিয়ে যেই তাঁরা দেখেন যে বিজেপির বিকল্প একমাত্র কংগ্রেস, তখন তাঁরা বাধ্য হয়ে বিজেপিতেই ভোট দেন। এই সব ভোট আমাদের দিকে আসা উচিত। যদি আমরা এটা নিশ্চিত করতে পারি, তবে গুজরাতের আগামিদিনের সরকার আমাদেরই হবে।'

Read full story in English

AAP CONGRESS Election bjp
Advertisment