কেরল মডেলেই ২৪-এর লোকসভা ভোটে লড়াই, ২৩তম পার্টি কংগ্রেসের শুরুতে ইঙ্গিত ইয়েচুরির

ইয়েচুরি, তাঁর ভাষণে, সিপিএমের নেতৃত্বাধীন কেরল সরকারকে কেন্দ্রে বিজেপির নব্য-উদারতাবাদী সরকারের বিকল্প হিসেবে তুলে ধরেন।

ইয়েচুরি, তাঁর ভাষণে, সিপিএমের নেতৃত্বাধীন কেরল সরকারকে কেন্দ্রে বিজেপির নব্য-উদারতাবাদী সরকারের বিকল্প হিসেবে তুলে ধরেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Siraram

কান্নুরে ২৩ তম পার্টি কংগ্রেস শুরুর দিনই ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করল সিপিএম। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বৃহত্তম ধর্মনিরপেক্ষ জোট গঠনের ডাক দিলেন। তিনি জানান, এই পার্টি কংগ্রেসে সিপিএমকে এককভাবে শক্তিশালী করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি বাম ঐক্য শক্তিশালী করা, শ্রেণিসংগ্রাম, গণসংগ্রাম এবং সিপিএমের প্রভাব বৃদ্ধি নিয়েও আলোচনা হবে পার্টি কংগ্রেসে।

Advertisment

কান্নুরে ২৩ তম পার্টি কংগ্রেস শুরুর দিনই ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করল সিপিএম। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বৃহত্তম ধর্মনিরপেক্ষ জোট গঠনের ডাক দিলেন। তিনি জানান, এই পার্টি কংগ্রেসে সিপিএমকে এককভাবে শক্তিশালী করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি বাম ঐক্য শক্তিশালী করা, শ্রেণিসংগ্রাম, গণসংগ্রাম এবং সিপিএমের প্রভাব বৃদ্ধি নিয়েও আলোচনা হবে পার্টি কংগ্রেসে।

ইয়েচুরি বলেন, 'আমরা কীভাবে লক্ষ্যের দিকে এগোব, পার্টি কংগ্রেস সেই ব্যাপারে চিন্তাভাবনা করবে। বিজেপিকে বিচ্ছিন্ন ও পরাজিত করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হওয়ার আবেদন সিপিএম করছে। নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করা সমস্ত রাজনৈতিক দলকে দেশপ্রেমের দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসতে হবে। অন্যান্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে কংগ্রেস পার্টিকেও নিজেদের ঘর গোছাতে হবে। পাশাপাশি, ভারতীয় প্রজাতন্ত্রের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক চরিত্রকে রক্ষা করার জন্য তাদের অবস্থান কী হবে, তা নির্ধারণ করতে হবে। অভিজ্ঞতায় দেখা গেছে, সাম্প্রদায়িকতার প্রতি আগের মতো এবং আপোষমূলক মনোভাব নিলে এই জাতীয় দলগুলিও সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হতে পারে। অসংকুচিত ধর্মনিরপেক্ষতাই কেবল হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারবে।'

Advertisment

ইয়েচুরি, তাঁর ভাষণে, সিপিএমের নেতৃত্বাধীন কেরল সরকারকে কেন্দ্রে বিজেপির নব্য-উদারতাবাদী সরকারের বিকল্প হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, 'আজকে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি, ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করেও আপোষহীনভাবে তার মোকাবিলা কীভাবে সম্ভব, কেরলের সিপিএম সরকার তা করে দেখিয়েছে। জাতি ও লিঙ্গ নির্বিশেষে সমতাকে সম্মান করা, একইসঙ্গে নয়া-উদারবাদী এজেন্ডার বিকল্প হিসেবে জনস্বার্থ নীতি বাস্তবায়নের চেষ্টা করা, সবই কেরলের সিপিএম সরকার করে দেখাচ্ছে। ফলাফল সবার জানা। গোটা বিশ্বে আজ মানবোন্নয়নে কেরলের স্থান অনেক উঁচুতে। ধর্মনিরপেক্ষতাকে বজিয়ে রাখা, সমতাকে সম্মান করা এবং জনমুখী বিকল্প নীতির ভিত্তিতে কেরল এই স্থান অর্জন করেছে।'

পাঁচ দিনের এই পার্টি কংগ্রেস, আগামী তিন বছরের জন্য সিপিএমের দিকনির্দেশ করবে। পাশাপাশি, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেসের সঙ্গে সিপিএমের কৌশলগত সম্পর্ক কেমন হবে, তা-ও ঠিক হবে এই পার্টি কংগ্রেসেই।

Read story in English

CPM Party Congress