কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর এই প্রথম নির্বাচন নিয়ে ব্যাপক সাড়া পড়েছে ভূস্বর্গের রাজনৈতিক মহলে। মঙ্গলবার জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার দিন প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছিল, এগিয়ে ছিল বিজেপি। কিন্তু বেলা বাড়তেই ব্যবধান কমিয়েছে ফারুক-মেহবুবাদের গুপকার জোট। উপত্যকায় বিরাট জয় পাওয়ার মুখে গুপকার জোট। অন্যদিকে, কেন্দ্রের সমর্থতি জম্মু-কাশ্মীর আপনি পার্টি দাগ কাটতে ব্যর্থ। উপত্যকায় ১১৩টি আসনের মধ্যে ৬৭টিতে এগিয়ে গুপকার জোট। নির্দল প্রার্থীরা এগিয়ে ২৮টি আসনে।
দক্ষিণ কাশ্মীরেও পিডিপি-ন্যাশনাল কনফারেন্স-বামেদের গুপকার জোটের পালে হাওয়া। ৪৯টির মধ্যে ৩৪টি আসনে এগিয়ে তারা। কংগ্রেসের অবস্থা তথৈবচ। তারা পাঁচটি আসনে এগিয়ে এবং নির্দলরা ১০টি আসনে। উত্তর কাশ্মীরে গুপকার জোটের প্রার্থীরা ১৩টি আসনে এগিয়ে ৩৪টির মধ্যে। নির্দলরা ১১টি আসনে এগিয়ে। বিজেপি মাত্র ২টি আসনে এগিয়ে। দেখা যাচ্ছে, অনুচ্ছেদ ৩৭০ হঠানোর পর গেরুয়া শিবির খুব একটা সুবিধা করতে পারেনি উপত্যকায়। বরং বিরোধীদের বিভিন্ন মামলায় আটক করে, ঘরবন্দি করে রেখে, প্রচারে পুলিশি বাধা দিয়েও নিজেদের পাল হাওয়া টানতে ব্যর্থ বিজেপি। ফলাফলের ট্রেন্ড যা বলছে তাতে কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে বিজেপি নেতাদের।
আরও পড়ুন ‘ধর্মের ভিত্তিতে এখন কেউ বঞ্চিত নন’, AMU-র শতবর্ষে মন্তব্য মোদীর
তবে কিছুটা আশা রয়েছে জম্মু অঞ্চলে। সেখানে ১০৮টি আসনের মধ্যে ৫৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ন্যাশনাল কনফারেন্স ২০টি এবং কংগ্রেস ১৩টি ও নির্দলরা ১৪টিতে এগিয়ে রয়েছে। হিন্দু অধ্যুষিত জম্মুতে কিছুটা মান রক্ষা হওয়ার পথে বিজেপির। উল্লেখ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠী এবং পুলিশকর্তা দাভিন্দপর সিংয়ের সঙ্গে যোগসাজশের অভিযোগে এনআইএ-র হাতে ধৃত পিডিপি যুবনেতা ওয়াহিদ পারা পুলওয়ামা আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন