মণীশ শিসোদিয়ার বাড়িতে হামলা বিজেপি কর্মীদের, অভিযোগে সরব আপ

এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার প্রকাশ্য দিনের আলোয় তাঁর বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটেছে। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে আম আদমি পার্টি। তবে অভিযোগ অস্বীকার করেছে দিল্লি বিজেপি। যেদিন বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আক্রান্ত হওয়ার দিনেই দিল্লিতে বিজেপির বিরুদ্ধে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে।

Advertisment

অভিযোগ, বিজেপি কর্মীরা শিসোদিয়ার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আগে। দিল্লির পুরনিগমের মেয়র এবং নেতাদের খুনের চক্রান্তের অভিযোগে শিসোদিয়ার বাড়ির সামনে প্রথমে বিক্ষোভ দেখান তাঁরা। এরপরই তাঁর বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ করেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। এবং তাঁর আরও অভিযোগ, পুলিশের সামনেই বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায়। কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। এমনকী বাড়ির সামনে ব্যারিকেডও তুলে দেয় পুলিশ, অভিযোগ ভরদ্বাজের।

আরও পড়ুন গুরুনানকের প্রসঙ্গ এনে কৃষকদের আলোচনায় বসার বার্তা মোদীর

Advertisment

এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি কটাক্ষ করে বলেছেন, ক্ষমতার জন্য বিজেপি আর কত নিচে নামবে? এই হামলা পরিকল্পিত। পুলিশের উপস্থিতিতে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে বিজেপির গুন্ডারা। দিন দিন বিজেপি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এর পাল্টা বিজেপি সহ-সভাপতি অশোক গোয়েল দেবরাহার দাবি, আপ নেতারা মূল ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য এসব করছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp AAP Manish Sisodia