বিহারের পর বাংলা ও তামিলনাড়ুতে নির্বাচনী উত্তাপ চরমে। তামিলনাড়ুতে প্রধান বিরোধী দল ডিএমকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। শুক্রবার ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের ছেলে উদয়ানিধিকে গ্রেফতার করল পুলিশ। উদয়ানিধির বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ এনেছে পুলিশ। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ডিএমকে-র যুব শাখার সম্পাদক উদয়ানিধি শুক্রবার তামিলনাড়ুর নাগাপত্তনমে নির্বাচনী প্রচার মিছিল শুরু করেন। সন্ধেয় সেই মিছিলে ব্যাপক ভিড় হয়। তবে ডিএমকের তরফে এই গ্রেফতারির ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। সাংসদ কানিমোঝির তোপ, মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী যেখানে খুশি যেতে পারেন, কিন্তু ডিএমকে নেতাদের কোথাও গেলেই তা আইনভঙ্গ হয়।
আরও পড়ুন ‘বিদ্রোহী’দের রেখেই দলের একাধিক নীতি নির্ধারণ কমিটি গড়লেন সোনিয়া
ডিএমকে নেত্রীর আরও আক্রমণ শানিয়ে বলেছেন, দলের প্রথম দিনের প্রচারেই ভয় পেয়েছে শাসকদল এআইএডিএমকে। উদয়ানিধির গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়েছেন কানিমোঝি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন