/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/modi-sonia-rahul.jpg)
সনিয়া গান্ধী, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী
সংসদে সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠানে নাম না করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। পরিবারতন্ত্র নিয়ে ফের খোঁচা দিলেন দেশের শতাব্দী প্রাচীন দলটিকে। যুগের পর যুগ দল একটি পরিবারের হাতে পরিচালিত হলে তা দেসের গণতন্ত্রের জন্য বড় বিপদ বলে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী। ১৯৫০ সালে ভারত প্রঝাতন্ত্রী হলেও কেন তারপর প্রায় সাত দশক সংবিধান দিবস পালিত হয়নি তা নিয়েও প্রশ্ন তুলে হাত শিবিরকে নিশানা করেন প্রধানমন্ত্রী।
মোদী সরকার 'গতান্ত্রিক রীতি-নীতির বিরোধী'- এই অভিযোগে শুক্রবার কংগ্রেস সহ ১৪টি বিরোধী দল সংসদের সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠান বয়কট করে। যার বিরুদ্ধেও এ দিন সরব হন প্রধানমন্ত্রী মোদী।
কী বলেছেন প্রধানমন্ত্রী?
- 'বহু বিশিষ্ট ব্যক্তি সংবিধান তৈরি করে আমাদের দেশকে উপহার দিয়েছেন। সই পথেই দেশ এগিয়ে চলেছে। সংবিধান দিবসে সেই সব প্রণম্য ব্যক্তিদের শ্রদ্ধার্ঘ নিবেদনের সময়। মহাত্মা গান্ধী সহ যাঁরা ভারতের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের শ্রদ্ধার্ঘ।'
- 'আজাদি কা অমৃত মহোৎসব' চলাকালীন আমাদের কর্তব্যের পথে এগিয়ে যাওয়া প্রয়োজন, যাতে আমাদের অধিকার সুরক্ষিত হয়।'
- 'বৈচিত্রপূর্ণ, বহুত্ববাদের দেশ ভারত। সংবিধানই আমাদের এক জাতি হিসাবে বেঁধে রেখেছে। অনেক বাধা-বিপত্তির পর এটির খসড়া তৈরি করা হয় এবং দেশের রাজ্যগুলোকে একত্রিত করা হয়। সংবিধান প্রণয়নের সময় কী হয়েছিল সে সম্পর্কে সবাইকে জানানো উচিত, তা তুলে ধরতেই ১৯৫০ সালের পর থেকে প্রতি বছর সংবিধান দিবস পালন করা উচিত ছিল। কিন্তু কিছু মানুষ তা করেননি। আমরা যা করি তা সঠিক কিনা, তার মূল্যায়নের জন্য এই দিবসটি উদযাপন করা উচিত।'
- 'কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের পরিবারবাদী দলগুলির দিকে লক্ষ্য রাখুন। যা ভারতীয় গণতান্ত্রিক ভাবধারার বিরোধী। যদি একটি দল দিনের পর দিন একটি পরিবার দ্বারা পরিচালিত হয়ে থাকে তবে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক।'
- 'পরিবারের জন্য পার্টি, পরিবারের দ্বারা…আমার কি আরও কিছু বলার দরকার আছে? যদি একটি দল বহু প্রজন্ম ধরে একটি পরিবার দ্বারা পরিচালিত হয়, তবে সেটি সুস্থ গণতন্ত্রের জন্য ভাল নয়।'
- 'যখন কোনও দল গণতন্ত্রিক চরিত্র হারায় তখন তারা কীভাবে গতন্ত্রে আস্থা রাখবে?'
- 'কিছু নেতা দুর্নীতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তাঁদের মর্যাদা দেওয়া হচ্ছে। তাই দেশবাসীর কাছে আমার আর্জি, সংবিধানের প্রতি দায়বদ্ধ হতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।'
#WATCH | Party for the family, by the family...do I need to say more? If a party is run by one family for many generations, then, it isn't good for a healthy democracy, says PM Modi during an address at the Parliament on #ConstitutionDaypic.twitter.com/q1t2UqI0Pm
— ANI (@ANI) November 26, 2021
Read in English
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তে থাকুন