Advertisment

‘সর্বোত্তম সুরক্ষা টিকাকরণেই’, জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির

রীতি মেনে স্বাধীনতা দিবসের আগে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

author-image
IE Bangla Web Desk
New Update
President Ram Nath Kovind

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

গোটা বিশ্ব করোনার করাল গ্রাসে৷ দেড় বছরেরও বেশি সময় ধরে অতিমারীর কোপে ভারত৷ করোনার সংক্রমণ থেকে বাঁচতে টিকাকরণই একমাত্র উপায়৷ বারবার একথা বলছেন বিশেষজ্ঞরা৷ স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেই কথাটিই আবার মনে করিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তিনি এদিন বলেছেন, ‘‘হতাশার কোনও জায়গা নেই৷ টিকাকরণ সর্বোত্তম সুরক্ষা দেবে৷’’

Advertisment

রবিবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস৷ তার আগে শনিবার সন্ধেয় রীতি মেনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ টোকিও অলিম্পিক্সে ভালো ফল করেছে ভারত৷ অলিম্পিক্সের ইতিহাসে এবারই প্রথম সবচেয়ে বেশি পদক জিতেছে দেশ৷ বিশ্বমানের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের প্রতিটি খেলোয়াড়কে এদিন অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি৷ তিনি এদিন বলেছেন, ‘‘অলিম্পিক্সে ভারতের অসাধারণ পারফরম্যান্স হয়েছে৷ এই প্রতিযোগিতায় ১২১ বছরের অংশগ্রহণে এবারই সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত৷’’

আরও পড়ুন- স্বাধীনতার ৭৫ বছর, ইতিহাস ও তাৎপর্য জানলে গর্বে মাথা উঁচু হবে

অলিম্পিক্সে কৃতীদের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি এদিন করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি৷ করোনার সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় টিকাকরণ৷ প্রত্যেককে করোনার টিকা নিতে এদিন উৎসাহ দিয়েছেন রামনাথ কোবিন্দ৷ এপ্রসঙ্গে রাষ্ট্রপতি এদিন বলেছেন, ‘‘এই মুহূর্তে বিজ্ঞানের তৈরি টিকাই আমাদের সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারে৷ আমি দেশের প্রত্যেক নাগরিককে আবেদন করছি, নির্দিষ্ট নিয়ম মেনে প্রত্যেকে টিকা নিন৷’’

রবিবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস৷ ১৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে নরেন্দ্র মোদীর অষ্টম স্বাধীনতা দিবসের ভাষণ।

Read full story in English

Ramnath Kovind President of India Independence Day 2021
Advertisment