প্রত্যাশামতোই বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা সুনীল জাখর। তিন দিন আগেই তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার বিজেপির সদর দফতরে সুনীল জাখর বিজেপিতে যোগদান করেন। উত্তরীয় পরিয়ে তাঁকে দলে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি জেপি নাড্ডা। সুনীল জাখর পঞ্জাবে কংগ্রেসের সভাপতি ছিলেন। তাঁর বাবা বলরাম জাখর ছিলেন কংগ্রেসের দীর্ঘদিনের নেতা। বিজেপি সূত্রে খবর, যোগদানের আগে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বুধবার বৈঠকও করেন সুনীল জাখর। (বিস্তারিত আসছে)
বলরাম জাখর দলে আসায় পঞ্জাবে বিজেপির পায়ের তলার জমি রীতিমতো শক্ত হল। এমনটাই মনে করছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। কারণ, জাখর শিখ নন। তাই অচিরেই তিনি পঞ্জাবের হিন্দুদের অন্যতম মুখ হয়ে উঠবেন। এমনটাই আশা গেরুয়া শিবিরের। সাম্প্রতিক পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেস পর্যুদস্ত হয়েছে। তার আগে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই দৌড়ে কংগ্রেসের মধ্যে থেকে বারবার নাম উঠেছে সুনীল জাখরের। সর্বভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতাদের অন্যতম সুনীল জাখর। শুধু তাই নয়, তিনি পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি থাকায়, পঞ্চনদের রাজ্যে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চান বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, এতে পঞ্জাব কংগ্রেসে আরও ভাঙন ধরানো যাবে বলেই তাঁরা মনে করছেন।
আরও পড়ুন- শতাব্দীপ্রাচীন ঐতিহ্যে বদল, এবার প্রতিরাজ্যে চিন্তন শিবিরের পরিকল্পনা হাইকমান্ডের
গত ১৪ মে জাখর কংগ্রেস থেকে পদত্যাগ করেন। সেই সময় রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির চলছিল। তারই মধ্যে দল ছাড়ার কথা সুনীল জাখর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়ে দেন। কংগ্রেসের অভিযোগ, বিজেপির থেকে বড় ধরনের অফার পেয়েই কংগ্রেস ছেড়েছেন তিনি। পালটা, দল ছাড়ার কারণ হিসেবে দলের হাইকমান্ডের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন সদ্য প্রাক্তন এই কংগ্রেস নেতা। বিজেপি নেতাদের একাংশের দাবি, জাখর জাঠ পরিবারের সন্তান হলেও, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি থাকার সূত্রে শিখ সম্প্রদায়েরও বহু মানুষের তাঁর প্রতি সমর্থন রয়েছে। বর্তমান পঞ্জাবের রাজনীতিতে প্রাক্তন সহযোগী অকালি দলকে ছাড়া একাই চলতে চান বিজেপি নেতৃত্ব। সেই কারণে, জাখরের মত পঞ্জাবের রাজনীতির পরিচিত মুখ দলের অত্যন্ত প্রয়োজন ছিল। সূত্রের খবর, এমনটাই মনে করছেন বিজেপি নেতৃত্ব।
Read full story in English